Homeখেলাধুলোফুটবলআইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

আইএসএল: সবরকম প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মোহনবাগান, বললেন কোচ হোসে মোলিনা

প্রকাশিত

সঞ্জয় হাজরা

বেঙ্গালুরুর বিরুদ্ধে জেতার জন্য সবরকম প্রস্তুতি নিয়েই খেলতে নামবে মোহনবাগান। দলের আক্রমণভাগ এবং রক্ষণভাগ দুটো দিকের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন দলের প্রধান কোচ হোসে মোলিনা।

আইএসএল-এ মোহনবাগানের তৃতীয় ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধেবেলায় বেঙ্গালুরুর মাঠে দুটি দল মিলিত হবে। তারই প্রাক্কালে বৃহস্পতিবার মোহনবাগান মিডিয়া সেন্টারে মোহনবাগান সুপার জায়েন্টের প্রধান কোচ হোসে মোলিনা এবং খেলোয়াড় দিমিত্রি পেত্রাতোস সাংবাদিকদের মুখোমুখি হন।  

এবারের আইএসএল-এ মোহনবাগানের এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচ। এখনও পর্যন্ত ২টি ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে মুম্বই এফসি-র সঙ্গে ড্র করে মোহনবাগান। আর দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনেইটেডকে ৩-২ গোলে হারিয়ে ডুরান্ড কাপের পরাজয়ের প্রতিশোধ তোলে।

কিন্তু রক্ষণ নিয়ে খুবই চিন্তিত মোহনবাগান। এবারের আইএসএল-এ রক্ষণের ভুলেই দুটি ম্যাচ থেকে ৪টি গোল খেয়ে বসে আছে তারা। রক্ষণ নিয়ে বাগানের কোচ মোলিনাও যে চিন্তিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তা বোঝা যায়। তিনি জানিয়ে দেন, আক্রমণভাগের সঙ্গে সঙ্গে দলের রক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলন। ছবি: সঞ্জয় হাজরা।

সাংবাদিক বৈঠকে বিদেশি খেলোয়াড় জেমস ম্যাকলারেনের প্রসঙ্গ ওঠে। কোচ মোলিনা জানান, ম্যাকলারেন পুরোপুরি প্রস্তুত। তবে তাঁকে আরও কিছুটা সময় দিতে হবে।

সাংবাদিক বৈঠকে সবুজ-মেরুন বাহিনীর অস্ট্রেলীয় ফুটবলার দিমিত্রি পেত্রাতোসও উপস্থিত ছিলেন। তিনি বলেন, খেলোয়াড়রা সব ম্যাচ একরকম পারফরমেন্স করতে পারেন না। কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকেই। নিজের খেলা সম্পর্কে দিমিত্রি বলেন, তাঁর সেরা খেলাটা এখনও তিনি মেলে ধরতে পারেননি। গতবারের সিজনের মতো পারফরমেন্স এখনও তিনি দেখাতে পারেননি। তবে তিনি আশাবাদী আগামী দিনে তিনি গোল স্কোরিং-এর ছন্দে নিশ্চয়ই ফিরবেন।

এদিন সাংবাদিক সম্মেলনের পর মোহনবাগানের খেলোয়াড়রা কোচ হোসে মোলিনার নেতৃত্বে বৃষ্টির মধ্যে মাঠে অনুশীলনে নামে। শুক্রবার মোহনবাগান কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়ে যাবে।

আরও পড়ুন

আইএসএল: ডুরান্ডের বদলা, দুবার পিছিয়ে থেকেও নর্থইস্টকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।