ট্রফি নিয়ে শহরে ফিরে দেদার উৎসব মোহনবাগানের, সোমবার ভারতসেরাদের অভিনন্দন জানাবেন মমতা

0

কলকাতা: শনিবার গোয়ায় বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল ট্রফি জিতে নিয়েছে মোহনবাগান। রবিবারই শহরে চলে এল সবুজ-মেরুন ব্রিগেড। বৃষ্টিকে উপেক্ষা করেই বিমানবন্দরে হাজার হাজার মোহনবাগান সমর্থকের ভিড়।

রবিবার সকালে মোহনবাগান যে শহরে ফিরবে সেটা আগে থেকেই জানা ছিল। তাই বিমানবন্দরে বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ছবি: রাজীব বসু

এই প্রথম ক্লাবের তাঁবুতে ঢুকল আইএসএল ট্রফি। সবুজ-মেরুন জনতার আনন্দের বাঁধ ভেঙেছে শনিবার রাত থেকেই। ছবি: রাজীব বসু

শহরে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, ট্রফি নিয়ে দেদার উৎসব। ছবি: রাজীব বসু

বাসে প্রিয় খেলোয়াড়রা। যে ভাবেই হোক মোবাইল ক্যামেরায় তাঁদের ছবিবন্দির চেষ্টা। ছবি: রাজীব বসু

চ্য়াম্পিয়ন সবুজ মেরুন। এ দিন দল কলকাতায় ফিরতেই জনপ্লাবন। ছবি: রাজীব বসু

টিম বাস থেকে সমর্থকদের উচ্ছ্বাসে সাড়া দিলেন সবুজ-মেরুন খেলোয়াড়রা। ছবি: রাজীব বসু

বিমানবন্দর থেকে মোমিনপুরে আরপিএসজি হাউসে যাওয়ার পথে খেলোয়াড়দের বাসের সামনে এবং পিছনে প্রচুর সমর্থক ছুটলেন বাইক-সাইকেল নিয়ে। ছবি: রাজীব বসু

আরপিএসজি হাউসে টিম বাস ঢুকল দুপুর তিনটে নাগাদ। এ দিন এক দফা সেলিব্রেশন হল। ছবি: রাজীব বসু

কাল, সোমবার ক্লাব তাঁবুতে উৎসব। মোহনবাগানের এই সাফল্যের শরিক হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ছবি: রাজীব বসু

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন