Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

কলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট ১ (রোহেন) পিয়ারলেস স্পোর্টস ক্লাব ০

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের গ্রুপ ‘এ’-তে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে ছিল তারা। সুপার সিক্স-এ যেতে হলে রবিবারের ম্যাচ তাদের জেতা দরকার ছিল খুব। সেই কাজটাই করল তারা। এ দিন পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেই পথেই এগোল এক কদম।

রোহেনের গোলে এগিয়ে গেল বাগান   

এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। খেলার ধারা অনুযায়ী আরও বেশি গোলে জেতা উচিত ছিল তাদের। কিন্তু তাদের লক্ষ্যে বাধ সাধেন পিয়ারলেসের গোলকিপার সঞ্জয় ভট্টাচার্য। প্রথমার্ধের ২২ মিনিটে ফ্রি-কিক থেকে রোহেনের দুর্দান্ত শটে পরাজিত হন সঞ্জয়। ওই একবারই তিনি হার মানেন।

রোহেন গোল করার পরের মিনিটেই কিয়ানের জোরালো শট বাঁচিয়ে দেন পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয়। প্রথমার্ধের বাকি সময়টাতে আক্রমণ চালিয়ে যায় মোহনবাগান, কিন্তু লাভের লাভ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ধার আরও বাড়লে পিয়ারলেস আরও রক্ষণাত্মক হয়ে যায়। প্রায় পুরো দল নিজেদের অর্ধে নেমে এসে গোল আটকানোর চেষ্টা করে। একের পর এক সুযোগ পায় মোহনবাগান। কিয়ান, রোহেন, টাইসনেরা বার বার আক্রমণে উঠে আসছিলেন বটে, কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিলেন না। সঞ্জয় বারবার দলকে বাঁচিয়ে গেলেন।

ম্যাচের ৮৫ মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিল পিয়ারলেস। কিন্তু কোনো রকমে বল ক্লিয়ার করে দেন মোহনবাগানের অমনদীপ। নির্ধারিত সময়ের পর আরও পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু কোনো পক্ষই কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে মোহনবাগান। তবে স্বাভাবিক ভাবেই এ দিন ম্যাচের নায়ক হলেন পিয়ারলেসের কিপার সঞ্জয় ভট্টাচার্য।  

মোহনবাগান কিছুটা এগোল

রবিবার পিয়ারলেসকে হারিয়ে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ২৩ পয়েন্ট। লিগে আর্মি রেডকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এল তারা। আর্মি রেড ১২ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে চলে গেল। মোহনবাগানের এখনও দুটো ম্যাচ বাকি। ওদিকে পিয়ারলেস গ্রুপের খেলা শেষ করল মোহনবাগানের কাছে হেরে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ২০ পয়েন্ট।

কলকাতা লিগের গ্রুপ-‘এ’তে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তারা ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। একটি ম্যাচ এখনও তাদের বাকি। ১১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে রয়েছে ডায়মন্ডহারবার এফসি এবং তারাও সুপার সিক্স-এ চলে গিয়েছে। তাদেরও একটি ম্যাচ বাকি। কালীঘাট এমএস ১২টি ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ লিগের খেলা শেষ করেছে। আপাতত তারা তিন নম্বর স্থানে। রবিবার পিয়ারলেসকে হারিয়ে কালীঘাটকে টপকে যাওয়ার সুযোগ হাতে এল মোহনবাগানের।

আপাতত কালীঘাটের থেকে ১ পয়েন্টে পিছিয়ে মোহনবাগান। পরের দুটি ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট সংগ্রহ করলে গোল পার্থক্যের ভিত্তিতে কালীঘাটকে পিছনে ফেলে সুপার সিক্সে যাবে মোহনবাগান। তাদের পরবর্তী দুটি ম্যাচ মহমেডান ও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে।

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

১৯৯০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ পুরস্কারজয়ী ইতালীয় ফুটবলার সালভাতোর স্কিলাচি প্রয়াত    

খবর অনলাইন ডেস্ক: স্কিলাচিকে মনে আছে? সালভাতোর টোটো স্কিলাচি। ১৯৯০ বিশ্বকাপ ফুটবলের আগে স্কিলাচির...

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু: সুযোগ নষ্টের খেসারত দিল মোহনবাগান, পয়েন্ট ছিনিয়ে নিল রবশান

মোহনবাগান সুপার জায়েন্ট: ০ এফসি রবশান: ০ কলকাতা: প্রথমার্ধে...

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২: আজ তাজিকিস্তানের এফসি রবশানের মুখোমুখি হচ্ছে মোহনবাগান

কলকাতা: আইএসএল-এর মাঝেই কলকাতায় বসতে চলেছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর আসর। বুধবার কলকাতার যুবভারতী...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?