Homeখেলাধুলোফুটবলকলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

কলকাতা লিগ: পিয়ারলেসকে এক গোলে হারিয়ে সুপার সিক্স-এর পথে এগোল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট ১ (রোহেন) পিয়ারলেস স্পোর্টস ক্লাব ০

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের গ্রুপ ‘এ’-তে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় ছিল মোহনবাগান সুপার জায়েন্ট। ৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে ছিল তারা। সুপার সিক্স-এ যেতে হলে রবিবারের ম্যাচ তাদের জেতা দরকার ছিল খুব। সেই কাজটাই করল তারা। এ দিন পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেই পথেই এগোল এক কদম।

রোহেনের গোলে এগিয়ে গেল বাগান   

এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোহনবাগান। খেলার ধারা অনুযায়ী আরও বেশি গোলে জেতা উচিত ছিল তাদের। কিন্তু তাদের লক্ষ্যে বাধ সাধেন পিয়ারলেসের গোলকিপার সঞ্জয় ভট্টাচার্য। প্রথমার্ধের ২২ মিনিটে ফ্রি-কিক থেকে রোহেনের দুর্দান্ত শটে পরাজিত হন সঞ্জয়। ওই একবারই তিনি হার মানেন।

রোহেন গোল করার পরের মিনিটেই কিয়ানের জোরালো শট বাঁচিয়ে দেন পিয়ারলেসের গোলরক্ষক সঞ্জয়। প্রথমার্ধের বাকি সময়টাতে আক্রমণ চালিয়ে যায় মোহনবাগান, কিন্তু লাভের লাভ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে মোহনবাগানের আক্রমণের ধার আরও বাড়লে পিয়ারলেস আরও রক্ষণাত্মক হয়ে যায়। প্রায় পুরো দল নিজেদের অর্ধে নেমে এসে গোল আটকানোর চেষ্টা করে। একের পর এক সুযোগ পায় মোহনবাগান। কিয়ান, রোহেন, টাইসনেরা বার বার আক্রমণে উঠে আসছিলেন বটে, কিন্তু গোলের মুখ কিছুতেই খুলতে পারছিলেন না। সঞ্জয় বারবার দলকে বাঁচিয়ে গেলেন।

ম্যাচের ৮৫ মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিল পিয়ারলেস। কিন্তু কোনো রকমে বল ক্লিয়ার করে দেন মোহনবাগানের অমনদীপ। নির্ধারিত সময়ের পর আরও পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু কোনো পক্ষই কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে মোহনবাগান। তবে স্বাভাবিক ভাবেই এ দিন ম্যাচের নায়ক হলেন পিয়ারলেসের কিপার সঞ্জয় ভট্টাচার্য।  

মোহনবাগান কিছুটা এগোল

রবিবার পিয়ারলেসকে হারিয়ে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১০ ম্যাচে ২৩ পয়েন্ট। লিগে আর্মি রেডকে পেছনে ফেলে চার নম্বরে উঠে এল তারা। আর্মি রেড ১২ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে চলে গেল। মোহনবাগানের এখনও দুটো ম্যাচ বাকি। ওদিকে পিয়ারলেস গ্রুপের খেলা শেষ করল মোহনবাগানের কাছে হেরে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ২০ পয়েন্ট।

কলকাতা লিগের গ্রুপ-‘এ’তে শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তারা ইতিমধ্যে সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। একটি ম্যাচ এখনও তাদের বাকি। ১১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট সংগ্রহ করে দুইয়ে রয়েছে ডায়মন্ডহারবার এফসি এবং তারাও সুপার সিক্স-এ চলে গিয়েছে। তাদেরও একটি ম্যাচ বাকি। কালীঘাট এমএস ১২টি ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ লিগের খেলা শেষ করেছে। আপাতত তারা তিন নম্বর স্থানে। রবিবার পিয়ারলেসকে হারিয়ে কালীঘাটকে টপকে যাওয়ার সুযোগ হাতে এল মোহনবাগানের।

আপাতত কালীঘাটের থেকে ১ পয়েন্টে পিছিয়ে মোহনবাগান। পরের দুটি ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট সংগ্রহ করলে গোল পার্থক্যের ভিত্তিতে কালীঘাটকে পিছনে ফেলে সুপার সিক্সে যাবে মোহনবাগান। তাদের পরবর্তী দুটি ম্যাচ মহমেডান ও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে।

সাম্প্রতিকতম

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...