Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: ভেগহর্স্টের শেষ দিককার গোলে এল জয়, পোল্যান্ডকে ২-১ গোলে...

ইউরো কাপ ২০২৪: ভেগহর্স্টের শেষ দিককার গোলে এল জয়, পোল্যান্ডকে ২-১ গোলে হারাল নেদারল্যান্ডস    

প্রকাশিত

নেদারল্যান্ডস: ২ (সোডি গাকপো, ভাউট ভেগহর্স্ট)    পোল্যান্ড: ১ (অ্যাডাম বুকসা)

খবর অনলাইন ডেস্ক: ম্যাচের প্রায় শেষ দিকে ভাউট ভেগহর্স্টের গোলে পোল্যান্ডকে ২-১ গোলে হারাল নেদারল্যান্ডস। তার মাত্র মিনিটদুয়েক আগেই তিনি পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন। মাঠে নামার ২ মিনিটের মধ্যেই আসল কাজটি সারেন ভেগহর্স্ট।

ম্যাচের শেষের দিকে এরকম গোল করে ম্যাচকে লড়াইয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ভেগহর্স্টের আছে বলে মনে করা হয়। এর প্রমাণ তিনি আগেও দিয়েছেন। ২০২২-এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের খেলায় আর্জেন্তিনার বিরুদ্ধে একই কাণ্ড করেছিলেন ভেগহর্স্ট। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে ২টি গোল করে তিনি খেলাটিকে পেনাল্টি শুট আউটে নিয়ে গিয়েছিলেন। যদিও পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে আর্জেন্তিনা হারায় নেদারল্যান্ডসকে।        

রবিবার হামবুর্গের ফক্সপার্কস্টাডিওনে একই কাণ্ড করে নিজের দলকে জেতালেন ভেগহর্স্ট। মেমফিস দেপে গোল করার বেশ কিছু সুযোগ নষ্ট করার পর নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোয়েমান ম্যাচের ৮১ মিনিটে তাঁকে বসিয়ে ভাউট ভেগহর্স্টকে নামান। আর তার ২ মিনিট পরেই পোল্যান্ডের বক্সের মধ্যে নিচু পাস পেয়েছিলেন ভেগহর্স্ট। সঙ্গে সঙ্গে সেই পাস থেকে শট নিয়ে পোল্যান্ডের জালে বল ঢুকিয়ে দেন তিনি।

খেলার একটি মুহূর্ত। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

ম্যাচের ৩ গোল

রবিবার ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় পোল্যান্ড। কর্নার পায় পোল্যান্ড। জিলিনস্কির সুন্দর ক্রসে মাথা ছুঁইয়ে গোল পান অ্যাডাম বুকসা। পোল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে।

এর পর গোল শোধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত সমতা ফেরায় ম্যাচের ২৯ মিনিটে। সোডি গাকপো বল নিয়ে বেশ কিছুটা দুরন্ত ছুটে এসে পোল্যান্ডের বক্সের ঠিক বাইরে থেকে গোল লক্ষ্য করে দুরন্ত শট নেন। পোলিশ রক্ষণভাগের তিনজন খেলোয়াড় গাকপোর শট ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। গাকপোর পা থেকে বল বাঁক নিয়ে পোল্যান্ডের গোলে ঢুকে যায়।

বিরতিতে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে। বিরতির পর দু’ পক্ষই আপ্রাণ চেষ্টা চালাতে থাকে গোল করার। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে ভাউট ভেগহর্স্টের গোল। নেদারল্যান্ডস জেতে ২-১ গোলে।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: দ্রুততম গোলের রেকর্ড, তবু ইতালির কাছে ২-১ গোলে হারল আলবানিয়া  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।