Homeখেলাধুলোফুটবলনবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত, নায়ক সেই গুরপ্রীত

নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত, নায়ক সেই গুরপ্রীত

প্রকাশিত

এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত। মঙ্গলবার কুয়েতের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনাল (SAFF Championship 2023 Final)-এ জয়ী হলেন সুনীল ছেত্রীরা।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ফাইনালের ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময় পেরিয়ে সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালের নায়ক ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। সাডেন ডেথের প্রথম শট বাঁচান তিনি।

সেমিফাইনালে লেবাননের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানেও ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। তবে ফাইনালে নির্ধারিত সময়ের শেষ মিনিটে হয়তো ম্যাচ পকেটে পুরে ফেলতে পারত কুয়েত। গোল লক্ষ্য করে দুর্দান্ত শট নেন দহম। কিন্তু আশ্চর্যজনক ভাবে তা বাঁচান গুরপ্রীত।

প্রথমার্ধের ১৫ মিনিটে কুয়েত ১-০ গোলে এগিয়ে যায়। সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। এর পর দুর্দান্ত কামব্যাক করে ভারত। ম্যাচের ৩৮ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরান সুনীল ছেত্রীরা। এর পর গোটা ম্যাচ খেলা হয় টানটান। তবে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই।

শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো গোল হয়নি। শেষে পেনাল্টি শুট আউটে গড়ায় ফাইনাল।

টাইব্রেকারে কুয়েতের হয়ে প্রথম শট নেন মহম্মদ আবদুল্লা, বারে মারেন তিনি। অন্য দিকে, ভারতের হয়ে উদান্তা সিংয়ের শট বারপোস্টের উপর দিয়ে চলে যায়। নির্ধারিত ৫টি করে পেনাল্টি মারার পর দু’দলের স্কোর ছিল ৪-৪। শেষে সাডেন ডেথে গিয়ে ভারত অনবদ্য জয় পায়। খেলার চূড়ান্ত ফলাফল ৬-৫।

সাডেন থেকে ভারতের হয়ে গোল করেন নাওরেম মহেশ সিং। এর পরই কুয়েতের তরফে শট আটকে দেন গুরপ্রীত সিং। কুয়েতকে হারিয়ে এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়ন হল ভারত।

নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত

১৯৯৩: রানার্স-আপ শ্রীলঙ্কা

১৯৯৭: রানার্স-আপ মলদ্বীপ

১৯৯৯: রানার্স-আপ বাংলাদেশ

২০০৫: রানার্স-আপ বাংলাদেশ

২০০৯: রানার্স-আপ মলদ্বীপ

২০১১: রানার্স-আপ আফগানিস্তান

২০১৫: রানার্স-আপ আফগানিস্তান

২০২১: রানার্স-আপ নেপাল

২০২৩: রানার্স-আপ কুয়েত

আরও পড়ুন: টাইব্রেকারে ধরাশায়ী লেবানন, সাফ কাপের ফাইনালে ভারত

সাম্প্রতিকতম

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কলকাতা: রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল শনিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এটি...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের জয় অবিশ্বাস্য ভাবে আটকে দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিল মহমেডান

চেন্নাইয়িন এফসি: ২ (পিসি লালদিনপুইয়া, লুকাস পিভেত্তা ব্র্যামবিল্লা) মহমেডান এসসি: ২ (মনবীর সিং, লালরেমসাঙ্গা...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে