Homeখেলাধুলোফুটবলনবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত, নায়ক সেই গুরপ্রীত

নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত, নায়ক সেই গুরপ্রীত

প্রকাশিত

এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত। মঙ্গলবার কুয়েতের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ ফাইনাল (SAFF Championship 2023 Final)-এ জয়ী হলেন সুনীল ছেত্রীরা।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ফাইনালের ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময় পেরিয়ে সাডেন ডেথে কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালের নায়ক ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু। সাডেন ডেথের প্রথম শট বাঁচান তিনি।

সেমিফাইনালে লেবাননের মুখোমুখি হয়েছিল ভারত। সেখানেও ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। তবে ফাইনালে নির্ধারিত সময়ের শেষ মিনিটে হয়তো ম্যাচ পকেটে পুরে ফেলতে পারত কুয়েত। গোল লক্ষ্য করে দুর্দান্ত শট নেন দহম। কিন্তু আশ্চর্যজনক ভাবে তা বাঁচান গুরপ্রীত।

প্রথমার্ধের ১৫ মিনিটে কুয়েত ১-০ গোলে এগিয়ে যায়। সুপরিকল্পিত আক্রমণ থেকে গোল করেন আলখালদি। এর পর দুর্দান্ত কামব্যাক করে ভারত। ম্যাচের ৩৮ মিনিটে ছাংতের গোলে সমতা ফেরান সুনীল ছেত্রীরা। এর পর গোটা ম্যাচ খেলা হয় টানটান। তবে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হলেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনও দলই।

শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো গোল হয়নি। শেষে পেনাল্টি শুট আউটে গড়ায় ফাইনাল।

টাইব্রেকারে কুয়েতের হয়ে প্রথম শট নেন মহম্মদ আবদুল্লা, বারে মারেন তিনি। অন্য দিকে, ভারতের হয়ে উদান্তা সিংয়ের শট বারপোস্টের উপর দিয়ে চলে যায়। নির্ধারিত ৫টি করে পেনাল্টি মারার পর দু’দলের স্কোর ছিল ৪-৪। শেষে সাডেন ডেথে গিয়ে ভারত অনবদ্য জয় পায়। খেলার চূড়ান্ত ফলাফল ৬-৫।

সাডেন থেকে ভারতের হয়ে গোল করেন নাওরেম মহেশ সিং। এর পরই কুয়েতের তরফে শট আটকে দেন গুরপ্রীত সিং। কুয়েতকে হারিয়ে এই নিয়ে নবম বার সাফ চ্যাম্পিয়ন হল ভারত।

নবম বার সাফ চ্যাম্পিয়ন ভারত

১৯৯৩: রানার্স-আপ শ্রীলঙ্কা

১৯৯৭: রানার্স-আপ মলদ্বীপ

১৯৯৯: রানার্স-আপ বাংলাদেশ

২০০৫: রানার্স-আপ বাংলাদেশ

২০০৯: রানার্স-আপ মলদ্বীপ

২০১১: রানার্স-আপ আফগানিস্তান

২০১৫: রানার্স-আপ আফগানিস্তান

২০২১: রানার্স-আপ নেপাল

২০২৩: রানার্স-আপ কুয়েত

আরও পড়ুন: টাইব্রেকারে ধরাশায়ী লেবানন, সাফ কাপের ফাইনালে ভারত

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...