টানটান উত্তেজনায় শেষ হল এ বারের ডুরান্ড কাপ টুর্নামেন্ট। ডুরান্ড জয়ে রেকর্ডে ফাইনালের দুটি দলই ছিল এক জায়গায়। এ দিনের ফলের ওপর নির্ভর করছিল সব চেয়ে বেশি বার ডুরান্ড জেতার রেকর্ড কার ঝুলিতে যাবে। শেষ পর্যন্ত রেকর্ড ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।
একে ছিনিয়ে নেওয়া ছাড়া আর কি বলা যেতে পারে? ম্যাচের ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। তখনও ম্যাচ গোলশূন্য। নির্ধারিত সময়ের বাকি ২৮ মিনিট এবং অতিরিক্ত ৯ মিনিট, মোট ৩৭ মিনিট সবুজ-মেরুন খেলে গেল ১০ জনে।
আর এই ১০ জনে খেলেই বাজিমাত করল মোহনবাগান। এই সময়ের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি করে ফেলে তারা। অনিরুদ্ধ লাল কার্ড দেখার ৯ মিনিটের মধ্যেই এল জয়সূচক গোল। প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস।
এই ফলই বজায় থাকল ম্যাচের বাকি সময়। মুখে না বললেও সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো যে খুব খুশি তা অস্বীকার করতে পারবেন না। ট্রফি জিতে তাঁর মাথা থেকে একটা চাপ নেমে গেল। ম্যাচের বিভিন্ন মুহূর্ত।