Homeখেলাধুলোফুটবলডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বির কিছু মুহূর্ত: সঞ্জয় হাজরার ক্যামেরায়

ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বির কিছু মুহূর্ত: সঞ্জয় হাজরার ক্যামেরায়

প্রকাশিত

টানটান উত্তেজনায় শেষ হল এ বারের ডুরান্ড কাপ টুর্নামেন্ট। ডুরান্ড জয়ে রেকর্ডে ফাইনালের দুটি দলই ছিল এক জায়গায়। এ দিনের ফলের ওপর নির্ভর করছিল সব চেয়ে বেশি বার ডুরান্ড জেতার রেকর্ড কার ঝুলিতে যাবে। শেষ পর্যন্ত রেকর্ড ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

একে ছিনিয়ে নেওয়া ছাড়া আর কি বলা যেতে পারে? ম্যাচের ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলেন মোহনবাগানের অনিরুদ্ধ থাপা। তখনও ম্যাচ গোলশূন্য। নির্ধারিত সময়ের বাকি ২৮ মিনিট এবং অতিরিক্ত ৯ মিনিট, মোট ৩৭ মিনিট সবুজ-মেরুন খেলে গেল ১০ জনে।

আর এই ১০ জনে খেলেই বাজিমাত করল মোহনবাগান। এই সময়ের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি করে ফেলে তারা। অনিরুদ্ধ লাল কার্ড দেখার ৯ মিনিটের মধ্যেই এল জয়সূচক গোল। প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস।

এই ফলই বজায় থাকল ম্যাচের বাকি সময়। মুখে না বললেও সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো যে খুব খুশি তা অস্বীকার করতে পারবেন না। ট্রফি জিতে তাঁর মাথা থেকে একটা চাপ নেমে গেল। ম্যাচের বিভিন্ন মুহূর্ত।

durant7
durant 8
durant3
সেই গোলের মুহূর্ত।
durant6
গোল করার পরে উল্লাস। একদম সামনে পেত্রাতোস।
durdant2
durant4
durant1
মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোকে দর্শকদের অভিবাদন।

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

আইএসএল প্লে-অফ পর্যায়ের খেলা শুরু ১৯ এপ্রিল, দেখে নিন কোথায় কোন ম্যাচ

খবর অনলাইন ডেস্ক: ২০২৩-২৪-এর আইএসএল যাত্রা এখনও শেষ হয়নি লিগে প্রথম স্থানাধিকারী ছ’টি দলের।...

কমবয়সিদের খেলার মাঠমুখো করছে আমতার সোনামুই গ্রামের ফুটবল প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ের কমবয়সিদের এই সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত। এ নিয়ে উদ্বেগও...

আইএসএল: ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে মোহনবাগান লিগ শীর্ষে

মোহনবাগান সুপার জায়েন্ট ৩ (জেসন কামিংস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস) ইস্টবেঙ্গল এফ সি ১ (সাউল...