এ বারের ডুরান্ড কাপে আবার মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ লিগের ম্যাচে লাল-হলুদ ১-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুনকে। এ বার ফাইনালে কী ফল হয় দেখা যাক। আগামী রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে ডুরান্ডের ফাইনাল।
১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। এর আগে ২০০৪-এর ফাইনালে জিতেছিল ইস্টবেঙ্গল।
বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেমিফাইনালের ম্যাচে এফসি গোয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান সুপার জায়েন্ট। ম্যাচের পরে কিছু মুহূর্ত ধরা পড়েছে সঞ্জয় হাজরার ক্যামেরায়।