Homeখেলাধুলোফুটবলইউরো কাপ ২০২৪: আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে জর্জিয়াকে ৪ গোল, কোয়ার্টার ফাইনালে...

ইউরো কাপ ২০২৪: আত্মঘাতী গোলে পিছিয়ে গিয়ে জর্জিয়াকে ৪ গোল, কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি স্পেন  

প্রকাশিত

স্পেন: ৩ (রোদরি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস, দানি ওলমো) জর্জিয়া: (রবিন লে নোরমান্দ, আত্মঘাতী)

খবর অনলাইন ডেস্ক: প্রথম আক্রমণেই ১৮ মিনিটে গোল দিয়ে বসল জর্জিয়া। সকলেই বিস্মিত। জর্জিয়ার সমর্থকরা তো উল্লিসিত। এবারের ইউরোতে গ্রুপ লিগের খেলায় সবচেয়ে ভালো রেকর্ড স্পেনের। ৩ ম্যাচের ৩টিতেই জয়। সেই স্পেনকে গোল দিল জর্জিয়া, যারা এই প্রথম কোনো বড়ো টুর্নামেণ্টের নক আউটে খেলছে।

গোল খেয়ে আহত বাঘের মতো তেড়েফুঁড়ে উঠল স্পেন। প্রথমার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল দিয়ে জর্জিয়াকে দুরমুশ করল স্পেন। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে জার্মানির।

প্রথমার্ধে ১-১     

রবিবার মধ্যরাতে (ভারতীয় সময়) কোলোন স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ১৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় জর্জিয়া। এর জন্য স্পেনেরও অবদান রয়েছে। কারণ গোলটা ছিল রবিন লে নোরমান্দের আত্মঘাতী। জর্জিয়ার ওকার কাকাবাদজের ক্রস বাঁচাতে গিয়ে নোরমান্দের বুকে লেগে নিজেদের গোলে ঢুকে যায় বল। আনন্দে আত্মহারা জর্জিয়া। তারা ভাবতেও পারেনি ১৮ মিনিটে গোল করে এগিয়ে যাবে। এটাই ছিল তাদের প্রথম আক্রমণ এবং সেখান থেকে গোল।

এবারের ইউরোতে এই প্রথম গোল খেল স্পেন। খেপে উঠল তারা। আক্রমণ চালিয়ে যেতে লাগল জর্জিয়ার উপর। আর তার ফলও পেয়ে গেল বিরতির ৬ মিনিট আগে। জর্জিয়ার বক্সের বাঁ দিক থেকে বল পেয়ে যান নিকো উইলিয়ামস। তিনি বল দিয়ে দেন বক্সের ধারে থাকা রদরিকে। রদরি বাঁ পায়ের শট জর্জিয়ার ডান দিকের পোস্ট ঘেঁষে নিচু হয়ে গোলে ঢুকে যায়।

গোল করে নৃত্য নিকো উইলিয়ামসের (ডানদিকে)। পাশে লামিনে ইয়ামাল। ছবি UEFA EURO 2024 ‘X’ handle থেকে নেওয়া।

দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল  

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। স্পেনের বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক। ফ্রি-কিক থেকে বল পেয়ে যান লামিনে ইয়ামাল। তিনি জর্জিয়ার গোল লক্ষ্য করে যে শট নেন তা বাঁচিয়ে দিন গোলকিপার গিওরগি মামারদাশভিলি। কিন্তু বল ফের চলে আসে স্পেনের কাছে। ডান দিক থেকে বল ধরে ইয়ামাল ক্রস পাঠিয়ে দেন বক্সের মাঝে থাকা ফাবিয়ান রুইজের কাছে। রুইজ হেড করে বল ঢুকিয়ে দেন জর্জিয়ার গোলে। স্পেন এগিয়ে যায় ২-১ গোলে।

স্পেনের চাপে পড়ে খেই হারিয়ে ফেলছিল জর্জিয়া। ইতিমধ্যে ম্যাচের ৬২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করল স্পেন। তবে ম্যাচের ৭৫ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় স্পেন। নিজেদের পেনাল্টি বক্সে বল পান রুইজ। বাঁ দিকে থাকা নিকো উইলিয়ামসের কাছে উঁচু করে বল পাঠিয়ে দেন রুইজ। উইলিয়ামস বল নিয়ে ঢুকে যান জর্জিয়ার বক্সে। সেখান থেকে গোলে বল ঢুকিয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

কিন্তু এখানেই থেমে থাকেনি স্পেন। ৮৩ মিনিটে আবার গোল। নিজেদের অর্ধে ভালো করে বল ক্লিয়ার করতে পারেনি জর্জিয়া। বল পেয়ে যান দানি ওলমো। বক্সের ঠিক বাইরে থেকে আলতো শটে বল পাঠিয়ে দেন জর্জিয়ার গোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন।

আরও পড়ুন

ইউরো কাপ ২০২৪: ৯৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ড গেল শেষ ৮-এ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।