Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪: বিদায় ব্রাজিল, পেনাল্টি শুট-আউটে ম্যাচ জিতে সেমিফাইনালে উরুগুয়ে

প্রকাশিত

উরুগুয়ে: ০ (৪) ব্রাজিল: ০ (২)

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকা থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। উরুগুয়ে পেনাল্টি শুট-আউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কোলোম্বিয়ার।    

রবিবার সকালে (ভারতীয় সময়) নেভাদার লাস ভেগাসে অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ কখনোই উচ্চ মানে পৌঁছোতে পারল না। গোল লক্ষ্য করে শট হল মাত্র ৪টে। বরং এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে গাজোয়ারি খেলার জন্য। গোটা ম্যাচে ৪১টা ফাউল হল।

ম্যাচের ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাহিতান নানদেজ। সাংঘাতিক ভাবে ব্রাজিলের রদরিগোর মোকাবিলা করার জন্য তাঁকে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচের বাকি ২১ মিনিট (নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিট) উরুগুয়েকে ১০ জনে খেলতে হয়। তবু তার সুবিধা তুলতে পারল না ব্রাজিল। ম্যাচ গোলশূন্যই থাকল। শুরু হল পেনাল্টি শুট-আউট।

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

প্রথম পালা উরুগুয়ের। ফেদেরিকো বালবার্দের ডান পায়ের শট ব্রাজিলের গোলের বাঁ কোণ ঘেঁষে নিচু হয়ে ঢুকে যায়। উরুগুয়ে এগিয়ে যায় ১-০ গোলে।

এবার ব্রাজিলের পালা। গোল হল না। এদের মিলিতাওয়ের ডান পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন উরুগুয়ের গোলকিপার সারগিও রোচেত। উরুগুয়ে এগিয়ে থাকে ১-০ গোলে।

আবার গোল উরুগুয়ের। রদরিগো বেনতানকুরের ডান পায়ের শট ঢুকে গেল ব্রাজিলের গোলে। উরুগুয়ে এগিয়ে গেল ২-০ গোলে।

ব্রাজিলের দু’ নম্বর পেনাল্টি। গোল করলেন আন্দ্রিয়াস পেরেইরা। উরুগুয়ে এগিয়ে থাকল ২-১ গোলে।

তৃতীয় পেনাল্টিকেও গোলে পরিণত করল উরুগুয়ে। গোল করলেন গিওরগি দে আরাসকায়েতা। উরুগুয়ে এগিয়ে গেল ৩-১ গোলে।

ব্রাজিলের তিন নম্বর চেষ্টা ব্যর্থ হল। ডগলাস লুইজের শট বাঁ পোস্টে লেগে ফিরে গেল। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।

উরুগুয়ের চতুর্থ পেনাল্টি। খোসে গিমেনেজের ডান পায়ের শট বাঁচিয়ে দেন ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-১ গোলে।      

চতুর্থ পেনাল্টি থেকে গোল করলেন ব্রাজিলের গাব্রিয়েল মার্তিনেলি। উরুগুয়ে এগিয়ে থাকল ৩-২ গোলে। আশা জিইয়ে রাখল ব্রাজিল।

কিন্তু সেই আশায় ছাই। পঞ্চম পেনাল্টি থেকে গোল করলেন মানুয়েল উগার্তে। ব্রাজিলের আর পঞ্চম পেনাল্টি নেওয়ার প্রয়োজন হল না। ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়ে উরুগুয়ে পৌঁছে গেল সেমিফাইনালে।

আরও পড়ুন

কোপা আমেরিকা ২০২৪: গোলের বন্যায় পানামাকে ভাসিয়ে দিয়ে সেমিফাইনালে কোলোম্বিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

আরও পড়ুন

বাণিজ্যিক অংশীদার খুঁজে পেল না এআইএফএফ, অনিশ্চয়তায় আইএসএলের ভবিষ্যৎ

খবর অনলাইন ডেস্ক: ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল, ISL) ভবিষ্যৎ নিয়ে...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...