Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: সুয়ারেজের গোলে ম্যাচ গেল টাইব্রেকারে, কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪: সুয়ারেজের গোলে ম্যাচ গেল টাইব্রেকারে, কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

প্রকাশিত

উরুগুয়ে: ২ (রদরিগো বেনতানকুর, লুইস সুয়ারেজ) (৪) কানাডা: ২ (ইসমায়েল কোনে, জোনাথন ডেভিড) (৩)

খবর অনলাইন ডেস্ক: নির্ধারিত ৯০ মিনিটের পর ২ মিনিট কেটে গিয়েছে। তখনও উরুগুয়ে ১-২ গোলে পিছিয়ে। উরুগুয়ে সমর্থকরা ধরেই নিয়েছেন এবারের কোপা আমেরিকায় নবাগত কানাডার কাছে তৃতীয় স্থানটিও খোয়াল তাঁদের দল। কিন্তু না, সেই সময়েই গোল এল কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজের পা থেকে। উরুগুয়ের সবচেয়ে বয়স্ক গোলদাতা ম্যাচ নিয়ে গেলেন পেনাল্টি শুট-আউটে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে উরুগুয়ে তৃতীয় হল।

পিছিয়ে থেকে সমতা আনল কানাডা

রবিবার সকালে (ভারতীয় সময়) নর্থ ক্যালোরিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে অবশ্য কানাডাকেই বেশি শক্তিশালী লাগছিল। ৫ মিনিটের মধ্যে ২টো কর্নার পেয়ে গেল তারা। তবে প্রথম গোল পেল উরুগুয়ে। তারা কর্নার পেয়েছিল। কর্নার থেকে বল চলে আসে কানাডার বক্সে থাকা মার্তিন কাসেরেসের কাছে। কাসেরেস হেড করে বল দিয়ে দেন রদরিগো বেনতানকুরকে। বেনতানকুরের শট সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

গোল খেয়ে কানাডা তেড়েফুঁড়ে ওঠে এবং ২২ মিনিটেই ম্যাচে সমতা ফেরায়। এই গোল করতে গিয়ে অ্যাথলেটিক্সে দুর্দান্ত প্রতিভা দেখালেন কোনে। কর্নার ফ্ল্যাগের কাছ থেকে জ্যাকব শাফেলবুর্গের শট ভালো করে ক্লিয়ার করতে পারেননি উরুগুয়ের ডিফেন্ডাররা। বল চলে যায় কোনের কাছে। কোনে রিভার্স কিকে গোল করেন। প্রথমার্ধে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে।

পিছিয়ে থেকে গোল শোধ উরুগুয়ের

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানায় কানাডা। গোলের সুযোগও পায়, তবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ৮০ মিনিটে গোল করে এগিয়ে যায় কানাডা। প্রথমে উরুগুয়ের গোল লক্ষ্য করে শট নেন কোনে। বল আটকে দেন উরুগুয়ের গোলকিপার। কিন্তু বল চলে আসে জোনাথন ডেভিডের কাছে। ডেভিড তাঁর দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন উরুগুয়ের জালে। কানাডা এগিয়ে যায় ২-১ গোলে।

নির্ধারিত ৯০ মিনিটের পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক ২ মিনিট যেতে না যেতেই গোল করে দেন লুইস সুয়ারেজ। কানাডার বক্সের ঠিক বাইরে উরুগুয়ের খোসে মারিয়া গিমেনেজ বল পাস করে দেন ফাঁকায় থাকা সুয়ারেজকে। সুয়ারেজের বাঁ পায়ের দুর্দান্ত শট কানাডার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়।       

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

জোনাথন ডেভিড গোল করে কানাডাকে এগিয়ে দিলেন ১-০ গোলে।

কানাডার গোলকিপার ঝাঁপালেন, কিন্তু ফেদেরিকো বালবার্দের শট ঢুকে গেল গোলে। উরুগুয়ে ১-১ সমতা আনল।

কানাডার হয়ে গোল করলেন ময়সে বম্বিটো। কানাডা এগিয়ে গেল ২-১ গোলে।

উরুগুয়ের হয়ে ম্যাচে ২-২ সমতা আনলেন রদরিগো বেনতানকুর।

কানাডার ইসমায়েল কোনের শট বাঁচিয়ে দিলেন উরুগুয়ের গোলকিপার সারগিয়ো রচেট। ফল ২-২ থাকল।

উরুগুয়ের হয়ে গোল করলেন গিওরগিয়ান দে আররাসকায়েতা। উরুগুয়ে এগিয়ে গেল ৩-২ গোলে।

কানাডার হয়ে ম্যাথিউ কয়নিয়েরে গোল করে ম্যাচে ৩-৩ সমতা আনলেন।

এবার এলেন উরুগুয়ের বর্ষীয়ান ফুটবলার লুইস সুয়ারেজ। সুয়ারেজ কখনও মিস করেন না। তা-ই-ই হল। উরুগুয়ে এগিয়ে গেল ৪-৩ গোলে।

কানাডার আলফন্সো ড্যাভিসের শট উরুগুয়ের ক্রসবারে লেগে ফিরে গেল। উরুগুয়েকে আর পঞ্চম শট নিতে হল না। তারা জিতে গেল ৪-৩ গোলে। উরুগুয়ে হল তৃতীয়। ২০১১-য় কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনে খেলে উরুগুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা: এবারের টুর্নামেন্টে মেসির প্রথম গোল, কানাডাকে হারিয়ে আর্জেন্তিনা ফাইনালে     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।

ডুরান্ড কাপ ২০২৫: ধরাশায়ী ডায়মন্ড হারবার, কাপ থাকল নর্থইস্টের ঘরেই

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ৬ (আশির আখতার, পার্থিব গগৈ, এইচ থয় সিং, জাইরো বুস্তারা, অ্যান্ডি...

ডুরান্ডে ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে

ডুরান্ড কাপের ইতিহাসে নতুন অধ্যায়। ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথমবার ফাইনালে পৌঁছল ডায়মন্ড হারবার এফসি। ঐতিহাসিক জয় ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।