Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: সুয়ারেজের গোলে ম্যাচ গেল টাইব্রেকারে, কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪: সুয়ারেজের গোলে ম্যাচ গেল টাইব্রেকারে, কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

প্রকাশিত

উরুগুয়ে: ২ (রদরিগো বেনতানকুর, লুইস সুয়ারেজ) (৪) কানাডা: ২ (ইসমায়েল কোনে, জোনাথন ডেভিড) (৩)

খবর অনলাইন ডেস্ক: নির্ধারিত ৯০ মিনিটের পর ২ মিনিট কেটে গিয়েছে। তখনও উরুগুয়ে ১-২ গোলে পিছিয়ে। উরুগুয়ে সমর্থকরা ধরেই নিয়েছেন এবারের কোপা আমেরিকায় নবাগত কানাডার কাছে তৃতীয় স্থানটিও খোয়াল তাঁদের দল। কিন্তু না, সেই সময়েই গোল এল কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজের পা থেকে। উরুগুয়ের সবচেয়ে বয়স্ক গোলদাতা ম্যাচ নিয়ে গেলেন পেনাল্টি শুট-আউটে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে উরুগুয়ে তৃতীয় হল।

পিছিয়ে থেকে সমতা আনল কানাডা

রবিবার সকালে (ভারতীয় সময়) নর্থ ক্যালোরিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধের ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে অবশ্য কানাডাকেই বেশি শক্তিশালী লাগছিল। ৫ মিনিটের মধ্যে ২টো কর্নার পেয়ে গেল তারা। তবে প্রথম গোল পেল উরুগুয়ে। তারা কর্নার পেয়েছিল। কর্নার থেকে বল চলে আসে কানাডার বক্সে থাকা মার্তিন কাসেরেসের কাছে। কাসেরেস হেড করে বল দিয়ে দেন রদরিগো বেনতানকুরকে। বেনতানকুরের শট সেন্ট ক্লেয়ারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়।

গোল খেয়ে কানাডা তেড়েফুঁড়ে ওঠে এবং ২২ মিনিটেই ম্যাচে সমতা ফেরায়। এই গোল করতে গিয়ে অ্যাথলেটিক্সে দুর্দান্ত প্রতিভা দেখালেন কোনে। কর্নার ফ্ল্যাগের কাছ থেকে জ্যাকব শাফেলবুর্গের শট ভালো করে ক্লিয়ার করতে পারেননি উরুগুয়ের ডিফেন্ডাররা। বল চলে যায় কোনের কাছে। কোনে রিভার্স কিকে গোল করেন। প্রথমার্ধে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে।

পিছিয়ে থেকে গোল শোধ উরুগুয়ের

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ শানায় কানাডা। গোলের সুযোগও পায়, তবে কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের ৮০ মিনিটে গোল করে এগিয়ে যায় কানাডা। প্রথমে উরুগুয়ের গোল লক্ষ্য করে শট নেন কোনে। বল আটকে দেন উরুগুয়ের গোলকিপার। কিন্তু বল চলে আসে জোনাথন ডেভিডের কাছে। ডেভিড তাঁর দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন উরুগুয়ের জালে। কানাডা এগিয়ে যায় ২-১ গোলে।

নির্ধারিত ৯০ মিনিটের পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ঠিক ২ মিনিট যেতে না যেতেই গোল করে দেন লুইস সুয়ারেজ। কানাডার বক্সের ঠিক বাইরে উরুগুয়ের খোসে মারিয়া গিমেনেজ বল পাস করে দেন ফাঁকায় থাকা সুয়ারেজকে। সুয়ারেজের বাঁ পায়ের দুর্দান্ত শট কানাডার গোলকিপারকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়।       

পেনাল্টি শুট-আউটে ফয়সালা

জোনাথন ডেভিড গোল করে কানাডাকে এগিয়ে দিলেন ১-০ গোলে।

কানাডার গোলকিপার ঝাঁপালেন, কিন্তু ফেদেরিকো বালবার্দের শট ঢুকে গেল গোলে। উরুগুয়ে ১-১ সমতা আনল।

কানাডার হয়ে গোল করলেন ময়সে বম্বিটো। কানাডা এগিয়ে গেল ২-১ গোলে।

উরুগুয়ের হয়ে ম্যাচে ২-২ সমতা আনলেন রদরিগো বেনতানকুর।

কানাডার ইসমায়েল কোনের শট বাঁচিয়ে দিলেন উরুগুয়ের গোলকিপার সারগিয়ো রচেট। ফল ২-২ থাকল।

উরুগুয়ের হয়ে গোল করলেন গিওরগিয়ান দে আররাসকায়েতা। উরুগুয়ে এগিয়ে গেল ৩-২ গোলে।

কানাডার হয়ে ম্যাথিউ কয়নিয়েরে গোল করে ম্যাচে ৩-৩ সমতা আনলেন।

এবার এলেন উরুগুয়ের বর্ষীয়ান ফুটবলার লুইস সুয়ারেজ। সুয়ারেজ কখনও মিস করেন না। তা-ই-ই হল। উরুগুয়ে এগিয়ে গেল ৪-৩ গোলে।

কানাডার আলফন্সো ড্যাভিসের শট উরুগুয়ের ক্রসবারে লেগে ফিরে গেল। উরুগুয়েকে আর পঞ্চম শট নিতে হল না। তারা জিতে গেল ৪-৩ গোলে। উরুগুয়ে হল তৃতীয়। ২০১১-য় কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: ১০ জনে খেলে উরুগুয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে কোলোম্বিয়া

কোপা আমেরিকা: এবারের টুর্নামেন্টে মেসির প্রথম গোল, কানাডাকে হারিয়ে আর্জেন্তিনা ফাইনালে     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।