রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দফতরে বুধবার হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে তিনি ইডি দফতরে হাজিরা দেননি। সূত্রের খবর, ঋতুপর্ণা বর্তমানে মায়ামিতে আছেন। এই কারণে তিনি ইডি দফতরে যেতে পারেননি বলে ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ৬ জুনের পর তাঁকে ডাকা হলে তিনি যেতে পারবেন।
ইডি সূত্রে জানা গেছে, তাঁকে পুনরায় তলব করা হতে পারে। এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি হাজিরাও দিয়েছিলেন।
এবার রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে ঋতুপর্ণাকে। সূত্রের খবর অনুযায়ী, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস পাওয়া গেছে তদন্তে। এর কারণ এবং সেই অর্থের ‘গন্তব্য’ জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।
গত বৃহস্পতিবারই ঋতুপর্ণাকে তলব করে সমন পাঠানো হয়েছিল। তবে তিনি এখন মায়ামিতে অবস্থান করছেন।
এর আগে ঋতুপর্ণা সাংবাদমাধ্যমের কাছে দাবি করেন, “রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম।” তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
ঋতুপর্ণার বিদেশে থাকার কারণে এই তদন্ত প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটলেও ইডি আশা করছে, ৬ জুনের পর তিনি দেশে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করা হবে। ইডি দফতর সূত্রে আরও জানা গেছে যে, তাঁকে পুনরায় তলব করার প্রস্তুতি চলছে এবং তাঁকে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।