Homeখেলাধুলোএশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে...

এশিয়াড হকি: হরমনপ্রীত ও মনদীপের হ্যাটট্রিক, বাংলাদেশকে এক ডজন গোল দিয়ে সেমিফাইনালে ভারত  

প্রকাশিত

ভারত: ১২ (হরমনপ্রীত ৩, মনদীপ ৩, অভিষেক ২, ললিত, অমিত, নীলকান্ত ও সুমিত) বাংলাদেশ: ০

হ্যাংঝাউ: এই নিয়ে গ্রুপ পর্যায়ে টানা পাঁচ ম্যাচ জিতল ভারত। সেই সঙ্গে গোলের উৎসবও চলছে। আগের ম্যাচে পাকিস্তানকে ১০ গোল দেওয়ার পরে সোমবার বাংলাদেশকে এক ডজন গোল দিল ভারত। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিংও।   

এশিয়ান গেমসে হকির গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচই জিতল ভারত। পুল ‘এ’-র পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকে চলে গেল সেমিফাইনালে। সেমিতে ভারত খেলবে পুল ‘বি’-র দ্বিতীয় স্থানাধীকারী কোরিয়ার সঙ্গে। খেলা বুধবার। এখন সোনার লক্ষ্যে খেলবে ভারত।

প্রথম কোয়ার্টারে ২-০

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। দ্বিতীয় মিনিটেই পেয়ে যায় পেনাল্টি কর্নার। পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। দু’ মিনিট পরে আবার পেনাল্টি কর্নার। আবার গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময়টা কোনো রকমে ভারতের আক্রমণ ঠেকিয়ে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল

দ্বিতীয় কোয়ার্টারে ফের শুরু থেকেই আক্রমণ। ১৮ মিনিটের মাথায় অভিষেক ‘ডি’-এর মধ্যে বল পাঠান মনদীপকে। মনদীপ স্বচ্ছন্দে গোলে ঢুকিয়ে দেন বল। তৃতীয় গোল আসে পাঁচ মিনিট পরে। এর মধ্যে অবশ্য একটি পেনাল্টি কর্নার মিস করেন সমশের সিংহ। যা-ই হোক ২৩ মিনিটের মাথায় অভিষেকের কাছ থেকে পাওয়া পাস কাজে লাগিয়ে ফিল্ড প্লে থেকে গোল করেন ললিত উপাধ্যায়। পরের মিনিটে ভারতের পঞ্চম গোল করেন মনদীপ। ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন অমিত রুইদাস। দ্বিতীয় কোয়ার্টারে চার গোল করে ভারত বিরতিতে ৬-০ গোলে এগিয়ে যায়।

তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল

তৃতীয় কোয়ার্টারে খেলার গতি কিছুটা কমায় ভারত। তবুও গোলের পথে তা বাধা হয়ে দাঁড়ায়নি। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। পরের গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ৯ মিনিট। ৪১ মিনিটে একক দক্ষতায় গোল করেন অভিষেক। ২৫ গজ লাইন থেকে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে উঠে জোরালো শটে গোল করেন তিনি। ভারত এগিয়ে যায় ৮-০ গোলে।

নিট ফল ১২-০

শেষ কোয়ার্টারে ভারত ৪টি গোল করে বাংলাদেশের বিরুদ্ধে গোলের সংখ্যা এক ডজন পূর্ণ করে। গোল আসে ম্যাচের ৪৬ ও ৪৭ মিনিটে এবং ৫৬ ও ৫৭ মিনিটে। বাংলাদেশের গোলকিপারকে হতচকিত করে প্রথমে গোল করেন মনদীপ। মনদীপের হ্যাটট্রিক পূর্ণ হয়। এর পরেই গোল করার চেষ্টা করেন অভিষেক। কিন্তু তাঁর শট রিবাউন্ড করে ফিরে এলে তা থেকে গোল করে দেন নীলকান্ত শর্মা।

এর পর ৯ মিনিটের অপেক্ষা। ম্যাচের ৫৬ মিনিটে সুমিত বাংলাদেশের ‘ডি’-তে ঢুকে নেটে বল জড়িয়ে দেন। পরের মিনিটেই গোল করেন অভিষেক। ১২-০ গোলে জিতে যায় ভারত।

গোটা ম্যাচ জুড়ে ভারতের বক্সে কত বার বল নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ তা হাতে গুণে বলা যায়। সামান্য যা আক্রমণ সৃষ্টি করেছে তা থেকে গোল করার কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি তারা। ভারতের গোলরক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন বলা যায়।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ

এশিয়ান গেমস ২০২৩: সুতীর্থা আর ঐহিকা শেষ পর্যন্ত ব্রোঞ্জই পেলেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।