ভারত: ১৬ (হরমনপ্রীত হ্যাটট্রিক-সহ ৪, মনদীপ হ্যাটট্রিক-সহ ৩, অভিষেক ২, বরুণ ২, ললিত, সুমিত, অমিত, মনপ্রীত, শমসের)
সিঙ্গাপুর: ১ (মুহাম্মদ)
হ্যাংঝাউ: আবার ১৬ গোল। এশিয়ান গেমসের আসরে পুরুষদের হকিতে প্রতিপক্ষকে গোলের মালা পরাচ্ছে ভারত। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬ গোল দেওয়ার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকেও ১৬ গোল দিল ভারত। তবে এ দিন সান্ত্বনা পুরস্কার পেয়েছে সিঙ্গাপুর। তারা ভারতকে একটা গোল দিতে পেরেছে।
তবে এ দিন ভারত যে হারে গোল করার সুযোগ মিস করেছে, সেটা না করলে কত গোলে যে জিতত তা হিসেব করা মুশকিল। ভারতের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে, ২৮ সেপ্টেম্বর।
একমাত্র গোলকিপার শ্রীযশ এবং গুজরন্ত ছাড়া ভারতের বাদ বাকি ৯ জন প্লেয়ারই গোল করেন। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত হ্যাটট্রিক-সহ ৪, মনদীপ হ্যাটট্রিক-সহ ৩, অভিষেক ও বরুণ ২টি করে এবং ললিত, সুমিত, অমিত, মনপ্রীত এবং শমসের ১টি করে। সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন মুহম্মদ।
প্রথমার্ধে ৬, দ্বিতীয়ার্ধে ১১ গোল
ভারতের ছন্দে আসতে একটু সময় লাগে। দুটো পেনাল্টি কর্নারও মিস হয়। ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিট পরে অচলাবস্থা কাটে। প্রথম গোল করে ভারত। মনদীপ সিং শুরু করেন ভারতের হয়ে খাতা খোলা। মনে করা হয়েছিল গোলের বন্যা বইবে। কিন্তু ভারতের মিস করার বহর বাড়তেই থাকে। প্রথম কোয়ার্টারেই ৫টি পেনাল্টি কর্নার মিস করে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলেই এগিয়ে থাকে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারের খেলা শুরু হতেই এক মিনিটের মধ্যেই গোল করেন ললিত উপাধ্যায়। ১১ মিনিট পরে তৃতীয় গোল। এবার গোল দেন গুজরন্ত। এর পর প্রায় প্রতি মিনিটে একটি করে গোল করে ভারত। সুমিত, হরমনপ্রীত ও অমিত গোল করেন। প্রায় সব ক’টিই ফিল্ড গোল। একটি পেনাল্টি কর্নার থেকে। বিরতিতে ভারত ৬-০ গোলে এগিয়ে যায়।
বিরতির পর তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার ৭ মিনিট পরে গোল আসে ভারতের। পর পর দুটি মিনিটে গোল করেন মনপ্রীত ও শমসের সিং। ভারত এগিয়ে যায় ৮-০ গোলে। পর পর পেনাল্টি কর্নার আরও দুটো গোল করে হ্যাটট্রিক করেন হরমনপ্রীত। ভারত এগিয়ে যায় ১০-০ গোলে। দলের একাদশ গোলটিও আসে হরমনপ্রীতের স্টিক থেকে। তৃতীয় কোয়ার্টারের শেষে ভারত এগিয়ে থাকে ১১-০ গোলে।
শেষ কোয়ার্টারে ভারত আরও ৫টি গোল করে। ভারতের চতুর্দশ গোলটি হওয়ার পরে সিঙ্গাপুর ১টি গোল করে ফেলে। আসলে ভারতের গোলকিপার শ্রীযশ নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তারই সুযোগে গোল পেয়ে যান সিঙ্গাপুরের মুহাম্মদ। উল্লাসে ফেটে পড়ে সিঙ্গাপুরের সমর্থকরা। তবে সেই উল্লাস ৩-৪ মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। এর পর ভারত আরও দুটো গোল করে স্কোর নিয়ে যায় ১৬-১-এ।