Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: শ্যুটিং-এ আরও ২টি সোনা, ৩২টা পদক জিতে ভারত এখন...

এশিয়ান গেমস ২০২৩: শ্যুটিং-এ আরও ২টি সোনা, ৩২টা পদক জিতে ভারত এখন চতুর্থ স্থানে

প্রকাশিত

হ্যাংঝাউ: শুক্রবার এশিয়ান গেমসে আরও ২টি সোনা এল ভারতের ঝুলিতে। এবং ২টি সোনাই এল শ্যুটিং থেকে। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৩২টি পদক জিতল ভারত। এই ৩২টা পদকের মধ্যে সোনা ৮টি এবং রুপো ও ব্রোঞ্জ ১২টি করে। পদকপ্রাপ্ত দেশগুলির তালিকায় ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে।

শ্যুটিং-এ ২টি সোনা-সহ আরও পদক

শ্যুটিং-এ ভারত ৬টি সোনা আগেই পেয়েছিল। শুক্রবার এই তালিকায় আরও ২টি যোগ হয়। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি দলগত ইভেন্টে সোনা জেতেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর, স্বপ্নিল সুনীল কুসলে এবং অখিল শেওরন।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে মঞ্চ আলো করে ছিলেন ভারতীয় শ্যুটাররা। সোনা ও রুপো, দুটোই ভারতীয় শ্যুটারদের দখলে যায়। ২৪২.১ পয়েন্ট স্কোর করে সোনা পান পলক এবং ২৩৯.৭ পয়েন্ট স্কোর করে রুপো পান এশা সিং।

মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে ভারত রুপো পায়। মোট ১৭৩১ পয়েন্ট করেন এশা সিং, পলক এবং দিব্যা তড়িগল। এই ইভেন্টে ১৭৩৬ পয়েন্ট করে চিন পায় সোনা এবং ১৭২৩ পয়েন্ট করে চাইনিজ তাইপেই পায় ব্রোঞ্জ।   

স্বপ্নিল ও অখিলের সঙ্গে দলগত ইভেন্টে সোনা পাওয়ার পর পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর। ভারতের ৩২টি পদকের মধ্যে শ্যুটিং থেকেই এসেছে ১৮টি পদক – ৬টি সোনা, ৭টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ।

অন্যান্য ইভেন্টে ভারতের পদক

ভারতের আরও ২টি সোনার পদক এসেছে মেয়েদের ক্রিকেট এবং ইকুয়েস্ট্রিয়ানে। ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন অনুশ আগরওয়ালা।

রোয়িং-এ এসেছে ৫টি পদক – ২টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ। সেলিং-এ এসেছে ৩টি পদক – ১টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। টেনিস থেকে এসেছে ১টি রুপো। পুরুষদের ডাবলস ফাইনালে সকেথ মায়নেনি এবং রামকুমার রমানাথন ৪-৬, ৪-৬ গেমে পরাজিত হন।

ভারত উশু-তে ১টি রুপো এবং স্কোয়াশে ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে। জ্যোৎস্না চিনাপ্পা ও তনভি খন্নাকে নিয়ে গঠিত মেয়েদের স্কোয়াশ টিম সেমিফাইনালে ১-২ ম্যাচে হংকং-এর কাছে হেরে ব্রোঞ্জ পায়।              

শীর্ষে চিন, তার পরে দক্ষিণ কোরিয়া ও জাপান

পদকপ্রাপ্ত দেশগুলির তালিকায় শীর্ষে রয়েছে চিন। তাদের পদকের সংখ্যা ১৭৩। এর মধ্যে সোনা ৯৩, রুপো ৫৪ এবং ব্রোঞ্জ ২৬। ৮৮টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তারা পেয়েছে ২৪টি করে সোনা ও রুপো এবং ৪০টি ব্রোঞ্জ। জাপান রয়েছে তৃতীয় স্থানে। তারা পেয়েছে ১৯টি সোনা, ৩১টি রুপো এবং ৩২টি ব্রোঞ্জ। মোট ৮২টি পদক।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৪: কলকাতার সম্ভাব্য একাদশ, প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে দল?

আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ? দেখে নিন সম্ভাব্য দল।

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ঐতিহাসিক দিন’, আসন পুনর্বিন্যাস নিয়ে যৌথ বৈঠককে বললেন স্ট্যালিন, গরহাজির তৃণমূল

লোকসভা আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি থাকলেন না।

মেরঠে মেরিন অফিসার খুন, হত্যার পর প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচলে ১৫ দিনের সফরে মুসকান

মেরিন অফিসার সৌরভ রাজপুতকে খুনের পর স্ত্রী মুসকান রাস্তোগি ও প্রেমিক সাহিল শুক্লা হিমাচলে ১৫ দিনের সফরে যান। পুলিশের দাবি, খুনের পর দম্পতি নির্বিকারভাবে ছুটি উপভোগ করেছেন।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

কলকাতায় শুরু হয়েছে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০

সঞ্জয় হাজরা বৃহস্পতিবার রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.o-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল...

নতুন জাতীয় রেকর্ড গড়লেন জ্যোতি ইয়ারাজ্জি, ফ্রান্সে ৬০ মিটার হার্ডলে সোনা জয়

জ্যোতি ইয়ারাজ্জি ফ্রান্সের এলিট ইনডোর মিটিংয়ে ৬০ মিটার হার্ডলে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন। সময় নিয়েছেন মাত্র ৮.০৪ সেকেন্ড।

আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় বজবজের সুস্মিত নস্করের নজির, দুটি স্বর্ণপদক জয়

উজ্জ্বল বন্দ্যোপাধ্য়ায়: বিশ্ব দরবারে আবারও দক্ষিণ ২৪ পরগনার নাম উজ্জ্বল করল বজবজের সুস্মিত নস্কর।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে