Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: স্টিপলচেজে অবিনাশ সবলে, শট পুটে তাজিন্দরপাল তুর পেলেন সোনা,...

এশিয়ান গেমস ২০২৩: স্টিপলচেজে অবিনাশ সবলে, শট পুটে তাজিন্দরপাল তুর পেলেন সোনা, ফের সোনা শ্যুটিং-এও

প্রকাশিত

হ্যাংঝাউ: রবিবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে আরও পদক এল। ইতিমধ্যে অ্যাথলেটিক্সে আরও ২টি সোনার পদক জিতেছে ভারত। এবং আরও একটি সোনা এল শ্যুটিং-এ। এই নিয়ে ভারতের প্রাপ্ত সোনার পদকের সংখ্যা দাঁড়াল ১৩।

স্টিপলচেজে সোনা   

অ্যাথলেটিক্সে সোনা আসতে শুরু করেছে ভারতের ঝুলিতে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা পেয়ে ইতিহাস গড়লেন অবিনাশ সবলে। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম কোনো ভারতীয় পুরুষ সোনা জিতলেন।

২৯ বছর বয়সি অবিনাশ জাতীয় রেকর্ডের অধিকারী। এ বারের এশিয়াডে তিনি সময় করলেন ৮ মিনিট ১৯.৫ সেকেন্ড। এশিয়ান গেমসে এই সময় সর্বকালীন রেকর্ড। অ্যাথলেটিক্সে  ভারতের হয়ে প্রথম সোনা আনলেন অবিনাশ।

শট পুটে সোনা

রবিবার অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনার পদক এল পুরুষদের শট পুট ইভেন্ট থেকে। সোনা জিতলেন তাজিন্দরপাল তুর। তুর ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন। এ বারের এশিয়াডে ২০.৩৬ মিটার দূরে লোহার বল ছুড়ে তিনি তাঁর সোনার পদক ধরে রাখলেন বলা যায়।

তুর প্রথম প্রচেষ্টায় ২০ মিটার দূরে লোহার বল নিক্ষেপ করেন। কিন্তু এটি ‘থ্রো’ বলে গণ্য হয়নি। দ্বিতীয় ‘থ্রো’ও বাতিল হয়। তৃতীয় প্রচেষ্টায় ১৯.৫১ মিটার দূরে বল ছোড়েন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মোহম্মদ দাউদা তোলো ১৯.৯৩ মিটার দূরে বল ছুড়ে এগিয়ে থাকেন।

চতুর্থ প্রচেষ্টায় ২০.০৬ মিটার দূরে ছুড়ে সোনার পদকের দাবিদার হন তুর। কিন্তু তোলো বল ছোড়েন ২০.১৮ মিটার দূরে। তুরের পঞ্চম ‘থ্রো’ বাতিল হওয়ার পর শেষ প্রচেষ্টায় বল ছোড়েন ২০.৩৬ মিটার দূরে, যে রেকর্ড ভাঙতে পারেননি সৌদি প্রতিদ্বন্দ্বী।

শ্যুটিং-এ আবার সোনা

শ্যুটিং-এ পুরুষদের ট্র্যাপ টিম সোনা জিতল। কিনান দরিয়াস চেনাই, জোরাবর সিং সাঁধু এবং পৃথ্বীরাজ তোন্দাইমানকে নিয়ে গড়া ভারতীয় দল ৩৬১ পয়েন্ট পেয়ে দলগত ইভেন্টে সোনা জিতল।

একমাত্র এই শ্যুটিং থেকেই ভারত ২২টা পদক পেল – ৭টা সোনা, ৯টা রুপো এবং ৬টা ব্রোঞ্জ।

আপাতত মোট পদক ৪৯

এশিয়ান গেমসের অষ্টম দিন চলছে। এখনও পর্যন্ত ভারতের পাওয়া পদকের সংখ্যা ৪৯। এর মধ্যে সোনা ১৩টি, রুপো ১৯টি এবং ব্রোঞ্জ ১৭টি।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে ইতিহাস দুই বাঙালির, টেবিল টেনিসে নিশ্চিত করলেন পদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।