হ্যাংঝাউ: এশিয়াডের সপ্তম দিনটা ভারতের পক্ষে বেশ ভালো কাটল। ঝুলিতে এল দুটো সোনা। প্রথম সোনাটি আনেন টেনিসে রোহন বোপান্না এবং ঋতুজা ভোসালে। দ্বিতীয় সোনা আসে স্কোয়াশ থেকে। সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মনগাঁওকর হারান পাকিস্তানকে। এ দিন ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা দাঁড়ায় ৩৮ – ১০টি সোনা এবং ১৪টি করে রুপো ও ব্রোঞ্জের পদক।
তবে এ দিন সব চেয়ে চমকপ্রদ খবর দুটি। এক, হকিতে ভারত-পাকিস্তান লড়াইয়ের ইতিহাসে সব চেয়ে বেশি গোলে ভারতের জয়। এবং দ্বিতীয় খবরটি হল, যে খেলায় বরাবর দাপট দেখিয়ে এসেছেন চিনের খেলোয়াড়েরা, সেই খেলায় অর্থাৎ টেবিল টেনিসে চিনেরই মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারানো। এই ইতিহাস গড়েছে দুই বাঙালি তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়।
টেবিল টেনিসে সেমিফাইনালে সুতীর্থা-ঐহিকা
টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে চিনের চেন মেং ও ওয়াং ইডি জুটির বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠলেন সুতীর্থা ও ঐহিকা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। চিনা জুটিকে তাঁরা হারালেন ৩-১ সেটে। প্রথম ও দ্বিতীয় সেট যথাক্রমে ১১-৫ ও ১১-৫ গেমে জেতার পর তৃতীয় সেট তাঁরা ৫-১১ গেমে হারেন। চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত সুতীর্থা ও ঐহিকা ১১-৯ গেমে জেতেন।
টেবল টেনিসে নজির গড়লেন সুতীর্থা ও ঐহিকা। এশিয়ান গেমসে টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে ভারত এর আগে কখনও পদক পায়নি। এই প্রথম কোনো পদক পেতে চলেছে ভারত। ২ অক্টোবর সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সে দিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হেরে গেলেও তাঁরা ব্রোঞ্জ পাবেন।
আরও পড়ুন
এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক
এশিয়াড হকি: এশিয়ান গেমসে ইতিহাস! চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ১০ গোল দিল ভারত