Homeখেলাধুলোএশিয়ান গেমস ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে ইতিহাস দুই বাঙালির, টেবিল...

এশিয়ান গেমস ২০২৩: বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারিয়ে ইতিহাস দুই বাঙালির, টেবিল টেনিসে নিশ্চিত করলেন পদক

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়াডের সপ্তম দিনটা ভারতের পক্ষে বেশ ভালো কাটল। ঝুলিতে এল দুটো সোনা। প্রথম সোনাটি আনেন টেনিসে রোহন বোপান্না এবং ঋতুজা ভোসালে। দ্বিতীয় সোনা আসে স্কোয়াশ থেকে। সৌরভ ঘোষাল, অভয় সিং এবং মহেশ মনগাঁওকর হারান পাকিস্তানকে। এ দিন ভারতের প্রাপ্ত পদকের সংখ্যা দাঁড়ায় ৩৮ – ১০টি সোনা এবং ১৪টি করে রুপো ও ব্রোঞ্জের পদক।

তবে এ দিন সব চেয়ে চমকপ্রদ খবর দুটি। এক, হকিতে ভারত-পাকিস্তান লড়াইয়ের ইতিহাসে সব চেয়ে বেশি গোলে ভারতের জয়। এবং দ্বিতীয় খবরটি হল, যে খেলায় বরাবর দাপট দেখিয়ে এসেছেন চিনের খেলোয়াড়েরা, সেই খেলায় অর্থাৎ টেবিল টেনিসে চিনেরই মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন চিনা জুটিকে হারানো। এই ইতিহাস গড়েছে দুই বাঙালি তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়।

টেবিল টেনিসে সেমিফাইনালে সুতীর্থা-ঐহিকা    

টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে চিনের চেন মেং ও ওয়াং ইডি জুটির বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠলেন সুতীর্থা ও ঐহিকা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। চিনা জুটিকে তাঁরা হারালেন ৩-১ সেটে। প্রথম ও দ্বিতীয় সেট যথাক্রমে ১১-৫ ও ১১-৫ গেমে জেতার পর তৃতীয় সেট তাঁরা ৫-১১ গেমে হারেন। চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত সুতীর্থা ও ঐহিকা ১১-৯ গেমে জেতেন।

টেবল টেনিসে নজির গড়লেন সুতীর্থা ও ঐহিকা। এশিয়ান গেমসে টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে ভারত এর আগে কখনও পদক পায়নি। এই প্রথম কোনো পদক পেতে চলেছে ভারত। ২ অক্টোবর সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সে দিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হেরে গেলেও তাঁরা ব্রোঞ্জ পাবেন।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: টেনিস ও স্কোয়াশে এল সোনা, ভারতের ঝুলিতে আরও পদক

এশিয়াড হকি: এশিয়ান গেমসে ইতিহাস! চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ১০ গোল দিল ভারত  

সাম্প্রতিকতম

‘সেরা বাবা-মা’ ধমেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...