Homeখেলাধুলোএশিয়ান গেমস: দু’ দিনে ২টি সোনা-সহ ১১টা পদক এল ভারতের ঝুলিতে

এশিয়ান গেমস: দু’ দিনে ২টি সোনা-সহ ১১টা পদক এল ভারতের ঝুলিতে

প্রকাশিত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসের ১৯তম সংস্করণের দুটো দিন কেটেছে। এখনও পর্যন্ত ভারত মোট ১১টি পদক জিতে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। এই ১১টি পদকের মধ্যে ২টি সোনা, ৩টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে।

২টি স্বর্ণপদক

সোনা দুটি শুটিং ও ক্রিকেট থেকে। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুদ্রাংশ বালাসাহেব পাতিল, দিব্যাংশ সিং পানওয়ার এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমর সোনা জিতেছেন। মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছে ভারত।

৩টি রৌপ্যপদক

৩টি রুপোর ১টি এসেছে শুটিং থেকে আর ২টি এসেছে রোয়িং থেকে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো জিতেছেন রমিতা জিন্দল, মেহুলি ঘোষ এবং আশি চৌকশে। রোয়িংয়ে পুরুষদের লাইট ওয়েট ডাবল স্কালস বিভাগে রুপো জিতলেন অর্জুন জাঠ লাল এবং অরবিন্দ সিংহের জুটি। রোয়িংয়ে পুরুষদের কক্সড এইট টিম ইভেন্টেও রুপো জিতেছে ভারত। দলে ছিলেন নীরজ, নরেশ কালওয়ানিয়া, নীতীশ কুমার, চরণজিৎ সিং, যশবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার ও আশিস।

৬টি ব্রোঞ্জ পদক

ভারত এখনও পর্যন্ত ৬টি ব্রোঞ্জ পদক জিতেছে। ৩টি করে ব্রোঞ্জ পদক এসেছে শুটিং ও রোয়িং থেকে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রমিতা জিন্দাল ব্রোঞ্জ পদক জিতেছেন। উল্লেখ্য, মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে যাঁরা রুপো জিতেছেন তাঁদের মধ্যে অন্যতম রমিতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বরী প্রতাপ সিং তোমর। উল্লেখ্য এই বিভাগের দলগত ইভেন্টে ভারতের হয়ে যাঁরা রুপো জিতেছেন তাঁদের মধ্যে তোমর আছেন। পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফাইল পিস্তল দলগত ইভেন্টে বিজয়বীর সিধু, আদর্শ সিং ও অনীশ ভানওয়ালা ব্রোঞ্জ জিতেছেন।   

রোয়িংয়ে এখনও পর্যন্ত যে ৩টি ব্রোঞ্জ এসেছে তার মধ্যে রয়েছে পুরুষদের পেয়ার ইভেন্ট, ‘মেন্স ফোর’ বিভাগ আর ‘কোয়াড্রুপল স্কালস’ বিভাগ। প্রথমটিতে ব্রোঞ্জ জিতেছেন বাবুলাল যাদব এবং লেখা রাম। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। আর ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিংহ, পারমিন্দর সিংহ, জকর খান এবং সুখমিত সিংহ।

এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে পদক এসেছে শুটিং ও রোয়িং থেকে। শুটিং থেকে এসেছে ১টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ। রোয়িং থেকে এসেছে ২টি রুপো এবন্গ ৩টি ব্রোঞ্জ। এবং ক্রিকেট থেকে এসেছে ১টি সোনা।

এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের সবচেয়ে ভালো ফল হয়েছে ২০১৮-এর জাকার্তা এশিয়াডে। সেবার ভারত ৫৭০ জনের দল নিয়ে গিয়েছিল। জিতেছিল ৭০টা পদক – ১৬টা সোনা, ২৩টা রুপো এবং ৩১টা ব্রোঞ্জ। হ্যাংঝাউ এশিয়াডে ভারত ৬৫৫ জনের দল নিয়ে গিয়েছে। তা হলে কি এবার আরও বেশি পদক পাবে? অদূর ভবিষ্যৎই সেই প্রশ্নের উত্তর দেবে।

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...

এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

হ্যাংঝাউ: এশিয়ান প্যারা গেমসের পঞ্চম দিন সক্কালেই এল সোনার খবর। সোনা জিতলেন তিরন্দাজ শীতল...

এশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে ভারত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। ৭৪ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তা-ই হল।...