Homeখেলাধুলোএশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে...

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে ১০০-র গণ্ডি

প্রকাশিত

হ্যাংঝাউ: ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ভারত। পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? শুক্রবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ – ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত বিভিন্ন খেলায় ভারত যে জায়গায় আছে তাতে জোর গলায় বলা যায় পদক জয়ে ভারত ১০০ সংখ্যা ছাপিয়ে যাবেই। এখন প্রশ্ন পদক জয়ের ক্ষেত্রে ১০০ ছাড়িয়ে ভারত কত দূর যেতে পারবে?

তিরন্দাজি

শ্যুটিং ও অ্যাথলেটিক্সের পরে তিরন্দাজিতে ভারত ভালোই পদক আনছে। এবং এই খেলায় আরও তিনটি পদক নিশ্চিত। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াই হবে ওজাস দেওতালে এবং অভিষেক বর্মার মধ্যে। সুতরাং এই ইভেন্টে সোনা এবং রুপো, দুটোই ভারত পাবে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ডের ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা। তিনি সোনা বা রুপো পাবেন। এই ইভেন্টেই ব্রোঞ্জের জন্য লড়বেন অদিতি স্বামী। সুতরাং তিরন্দাজি থেকে চারটি পদক আসারও সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট

মহিলাদের পর পুরুষদের ক্রিকেট থেকেও পদক আসছে। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ঋতুরাজ গায়কোয়াড়েরা। শনিবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। জিতলে সোনা, যেটার সম্ভাবনাই বেশি। না হলে রুপোর পদক তো আসবেই।

কবাডি

দুটি পদক আসা নিশ্চিত কবাডি থেকে। পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই ফাইনালে উঠেছে ভারত। শনিবার পুরুষ বিভাগে লড়াই ইরানের সঙ্গে। মহিলা দল লড়বে চাইনিজ তাইপেই-এর বিরুদ্ধে। জিতলে সোনা, না জিতলে রুপো।

ব্যাডমিন্টন

পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফলে তাঁদেরও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। না হলেও বিশ্বের অন্যতম সেরা পুরুষ ডাবলস জুটির রুপোর পদক নিশ্চিত। শুক্রবার তাঁরা মালয়েশীয় জুটিকে হারিয়েছেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে।

সুতরাং আরও ৭টি পদক নিশ্চিত ভাবে ভারতের ঝুলিতে আসবে। কিন্তু এর পরেও আরও কয়েকটি পদক আসার সম্ভাবনা রয়েছে। মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারত লড়বে জাপানের সঙ্গে। ভারতের পুরুষ এবং মহিলা দাবা দল শুক্রবার পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং দাবা থেকে দুটি পদক আসতে পারে। এ ছাড়াও শনিবার ভারতীয়দের দেখা যাবে ক্যানোয়িং, জু জিৎসু, স্পোর্টস ক্লাইম্বিং, রোলার স্পোর্টস, সফট টেনিস, কুস্তির মতো খেলায়। সুতরাং আরও কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

এশিয়ান প্যারা গেমস: ক্রীড়াক্ষেত্রে ইতিহাস গড়ল ভারত, জিতে নিল ২৯ সোনা-সহ ১১১ পদক

হ্যাংঝাউ: নিজেদের ঝুলিতে ১১১টা পদক ভরে এশিয়ান প্যারা গেমস শেষ করল ভারত। চিনের হ্যাংঝাউয়ে...

এশিয়ান প্যারা গেমস: তিরন্দাজিতে শীতল দেবী, দৌড়ে রমন শর্মা জিতলেন সোনা     

হ্যাংঝাউ: এশিয়ান প্যারা গেমসের পঞ্চম দিন সক্কালেই এল সোনার খবর। সোনা জিতলেন তিরন্দাজ শীতল...

এশিয়ান গেমস ২০২৩: এশিয়াডে ইতিহাস, ২৮টি সোনা সহ ১০৭টা পদক নিয়ে ফিরছে ভারত

হ্যাংঝাউ: এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত। ৭৪ বছরের ইতিহাসে যা কখনও হয়নি, তা-ই হল।...