Homeখেলাধুলোএশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে...

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে ১০০-র গণ্ডি

প্রকাশিত

হ্যাংঝাউ: ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ভারত। পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? শুক্রবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ – ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত বিভিন্ন খেলায় ভারত যে জায়গায় আছে তাতে জোর গলায় বলা যায় পদক জয়ে ভারত ১০০ সংখ্যা ছাপিয়ে যাবেই। এখন প্রশ্ন পদক জয়ের ক্ষেত্রে ১০০ ছাড়িয়ে ভারত কত দূর যেতে পারবে?

তিরন্দাজি

শ্যুটিং ও অ্যাথলেটিক্সের পরে তিরন্দাজিতে ভারত ভালোই পদক আনছে। এবং এই খেলায় আরও তিনটি পদক নিশ্চিত। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াই হবে ওজাস দেওতালে এবং অভিষেক বর্মার মধ্যে। সুতরাং এই ইভেন্টে সোনা এবং রুপো, দুটোই ভারত পাবে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ডের ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা। তিনি সোনা বা রুপো পাবেন। এই ইভেন্টেই ব্রোঞ্জের জন্য লড়বেন অদিতি স্বামী। সুতরাং তিরন্দাজি থেকে চারটি পদক আসারও সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট

মহিলাদের পর পুরুষদের ক্রিকেট থেকেও পদক আসছে। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ঋতুরাজ গায়কোয়াড়েরা। শনিবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। জিতলে সোনা, যেটার সম্ভাবনাই বেশি। না হলে রুপোর পদক তো আসবেই।

কবাডি

দুটি পদক আসা নিশ্চিত কবাডি থেকে। পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই ফাইনালে উঠেছে ভারত। শনিবার পুরুষ বিভাগে লড়াই ইরানের সঙ্গে। মহিলা দল লড়বে চাইনিজ তাইপেই-এর বিরুদ্ধে। জিতলে সোনা, না জিতলে রুপো।

ব্যাডমিন্টন

পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফলে তাঁদেরও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। না হলেও বিশ্বের অন্যতম সেরা পুরুষ ডাবলস জুটির রুপোর পদক নিশ্চিত। শুক্রবার তাঁরা মালয়েশীয় জুটিকে হারিয়েছেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে।

সুতরাং আরও ৭টি পদক নিশ্চিত ভাবে ভারতের ঝুলিতে আসবে। কিন্তু এর পরেও আরও কয়েকটি পদক আসার সম্ভাবনা রয়েছে। মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারত লড়বে জাপানের সঙ্গে। ভারতের পুরুষ এবং মহিলা দাবা দল শুক্রবার পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং দাবা থেকে দুটি পদক আসতে পারে। এ ছাড়াও শনিবার ভারতীয়দের দেখা যাবে ক্যানোয়িং, জু জিৎসু, স্পোর্টস ক্লাইম্বিং, রোলার স্পোর্টস, সফট টেনিস, কুস্তির মতো খেলায়। সুতরাং আরও কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

সাম্প্রতিকতম

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

আরও পড়ুন

মুম্বইকে হারিয়ে আইএসএল শিল্ড জয় মোহনবাগানের

কলকাতা: স্বপ্ন পূরণ হল মোহনবাগানের হাত ধরে। গতবার তারা জামশেদপুর এফসির কাছে হেরে লিগ...

ভারতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটি সাসপেন্ড, বড়ো পদক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

নয়াদিল্লি: বৃহস্পতিবার ভারতীয় কুস্তি সংস্থার (WFI) নতুন কমিটি তৈরি হয়েছিল। তবে, ক'দিনের ব্যবধানেই সেই...

এসো হাঁটি বাঁচার আনন্দে: গার্ডেনরিচ ফুটবল কোচিং সেন্টারের অভিনব কর্মসূচি

প্রভাত ঘোষ শীতের গড়িয়ে যাওয়া বিকেল। ঘড়ির কাঁটায় ঠিক সোয়া তিনটে। শুরু হল গার্ডেনরিচ ফুটবল...