Homeখেলাধুলোএশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে...

এশিয়ান গেমস: ভারতের ঝুলিতে অন্তত আরও ১টি সোনা আসছেই, স্বছন্দে ছাপিয়ে যাবে ১০০-র গণ্ডি

প্রকাশিত

হ্যাংঝাউ: ২০১৮-এর জাকার্তা এশিয়ান গেমসের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে ভারত। পদক জয়ের ক্ষেত্রে রেকর্ড হয়ে গিয়েছে। এখন প্রশ্ন ভারত কি পদক জয়ের সংখ্যায় তিন অঙ্কে পৌঁছোতে পারবে? শুক্রবারের শেষে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ – ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত বিভিন্ন খেলায় ভারত যে জায়গায় আছে তাতে জোর গলায় বলা যায় পদক জয়ে ভারত ১০০ সংখ্যা ছাপিয়ে যাবেই। এখন প্রশ্ন পদক জয়ের ক্ষেত্রে ১০০ ছাড়িয়ে ভারত কত দূর যেতে পারবে?

তিরন্দাজি

শ্যুটিং ও অ্যাথলেটিক্সের পরে তিরন্দাজিতে ভারত ভালোই পদক আনছে। এবং এই খেলায় আরও তিনটি পদক নিশ্চিত। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে লড়াই হবে ওজাস দেওতালে এবং অভিষেক বর্মার মধ্যে। সুতরাং এই ইভেন্টে সোনা এবং রুপো, দুটোই ভারত পাবে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ডের ফাইনালে উঠেছেন জ্যোতি সুরেখা। তিনি সোনা বা রুপো পাবেন। এই ইভেন্টেই ব্রোঞ্জের জন্য লড়বেন অদিতি স্বামী। সুতরাং তিরন্দাজি থেকে চারটি পদক আসারও সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট

মহিলাদের পর পুরুষদের ক্রিকেট থেকেও পদক আসছে। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ঋতুরাজ গায়কোয়াড়েরা। শনিবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। জিতলে সোনা, যেটার সম্ভাবনাই বেশি। না হলে রুপোর পদক তো আসবেই।

কবাডি

দুটি পদক আসা নিশ্চিত কবাডি থেকে। পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই ফাইনালে উঠেছে ভারত। শনিবার পুরুষ বিভাগে লড়াই ইরানের সঙ্গে। মহিলা দল লড়বে চাইনিজ তাইপেই-এর বিরুদ্ধে। জিতলে সোনা, না জিতলে রুপো।

ব্যাডমিন্টন

পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ফলে তাঁদেরও সোনা জয়ের সম্ভাবনা রয়েছে। না হলেও বিশ্বের অন্যতম সেরা পুরুষ ডাবলস জুটির রুপোর পদক নিশ্চিত। শুক্রবার তাঁরা মালয়েশীয় জুটিকে হারিয়েছেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে।

সুতরাং আরও ৭টি পদক নিশ্চিত ভাবে ভারতের ঝুলিতে আসবে। কিন্তু এর পরেও আরও কয়েকটি পদক আসার সম্ভাবনা রয়েছে। মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক জেতার জন্য ভারত লড়বে জাপানের সঙ্গে। ভারতের পুরুষ এবং মহিলা দাবা দল শুক্রবার পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং দাবা থেকে দুটি পদক আসতে পারে। এ ছাড়াও শনিবার ভারতীয়দের দেখা যাবে ক্যানোয়িং, জু জিৎসু, স্পোর্টস ক্লাইম্বিং, রোলার স্পোর্টস, সফট টেনিস, কুস্তির মতো খেলায়। সুতরাং আরও কিছু পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের।

আরও পড়ুন

এশিয়ান গেমস ২০২৩: ভারতের ঝুলিতে হকিতে সোনা-সহ আরও ৯টি পদক  

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল...

সিএবি টুর্নামেন্টে কালীঘাটে খেলার জন্য সই করলেন মনোজ, ঋদ্ধিমান, অনুষ্টুপ

বাংলার এই তিন সিনিয়র ক্রিকেটার তাঁদের ক্রিকেটজীবন শুরু করেন কাস্টমস ক্লাবে। তারপর তিনজনেই চলে আসেন কালীঘাটে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?