Homeখেলাধুলো৪X৪০০ মিটার রিলে দৌড়ে ভারতের পুরুষ ও মহিলা দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে...

৪X৪০০ মিটার রিলে দৌড়ে ভারতের পুরুষ ও মহিলা দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলাদের ৪X৪০০ মিটার রিলে টিম। সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স রিলে মিটে নিজেদের দ্বিতীয় রাউন্ডের হিটে তারা দ্বিতীয় স্থান দখল করেছে।

রুপল চৌধুরী, এম আর পুবাম্মা, জ্যোতিকা শ্রী ডান্ডি এবং শুভা বেঙ্কটেসনকে নিয়ে গড়া মহিলাদের দল হিট নম্বর ওয়ানে সময় করেছে ৩ মিনিট ২৯.৩৫ সেকেন্ড। জামাইকার (৩ মিনিট ২৮.৫৪ সেকেন্ড) ঠিক পিছনে থেকে ভারতীয় দল তাদের দৌড় শেষ করে।

তার ঠিক পরেই হয় পুরুষদের ৪X৪০০ মিটার রিলে দৌড়। মুহাম্মদ আনাস ইয়াহিয়া, মুহাম্মদ আজমল, আরোকিয়া রাজীব এবং আমোজ জ্যাকবকে নিয়ে গড়া ভারতের টিম তাদের হিটে মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে থেকে দ্বিতীয় স্থান অর্জন করে। ভারতীয় দলের সময় ছিল ৩ মিনিট ৩.২৩ সেকেন্ড। মার্কিন দল তাদের দৌড় শেষ করে ২ মিনিট ৫৯.৯৫ সেকেন্ডে।

দ্বিতীয় রাউন্ডের তিনটি হিটের প্রত্যেকটি থেকে ২টি করে শীর্ষস্থানীয় দল প্যারিস অলিম্পিক্সে যাচ্ছে। প্যারিস অলিম্পিক্স চলবে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট।

ভারতের পুরুষ রিলে টিম যে প্যারিস অলিম্পিক্সে যেতে পারে তা নিয়ে কিছুটা নিশ্চয়তা ছিল। কারণ তারা টোকিও অলিম্পিক্সে এবং ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে এশিয়ার রেকর্ড ভেঙেছিল। এ ছাড়াও ২০২৩ এশিয়ান গেমসে সোনাও জিতেছিল।

কিন্তু মহিলা রিলে টিমের প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করা কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে। রবিবার প্রথম রাউন্ডের কোয়ালিফাইং হিটে ভারত পঞ্চম স্থানে ছিল। এই নিয়ে আটবার অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা রিলে দল। তারা প্রথম যোগ্যতা অর্জন করে ১৯৮৪-এর অলিম্পিক্সে। গত টোকিও অলিম্পিক্সে তারা যেতে পারেনি।

ভারতের পুরুষ রিলে দল এই নিয়ে চারবার অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করল। তারা প্রথম অলিম্পিক্সে যায় ২০০০-এর সিডনি গেমসে। তবে প্যারিস অলিম্পিক্সে ৪X৪০০ মিটার রিলে মিক্সড ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্স ইভেন্ট শুরু হবে ১ আগস্ট।

আরও পড়ুন

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?