Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং, সঙ্গী অভিষেক, চেন্নাইকে হারিয়ে টানা তিন...

আইপিএল ২০২৫: লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিং, সঙ্গী অভিষেক, চেন্নাইকে হারিয়ে টানা তিন ম্যাচে জয় দিল্লির  

প্রকাশিত

দিল্লি ক্যাপিটলস: ১৮৩-৬ (কেএল রাহুল ৭৭, অভিষেক পোড়েল ৩৩, খলিল আহমেদ ২-২৫)

চেন্নাই সুপার কিংস: ১৫৮-৫ (বিজয় শঙ্কর ৬৯ নট আউট, এমএস ধোনি ৩০ নট আউট, বিপরাজ নিগম ২-২৭)

চেন্নাই: এ বারের আইপিএল-এ পর পর তিন ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটলস। মূলত কেএল রাহুলের ব্যাটিং-এ ভর করে দিল্লি প্রথমে ব্যাট করে তোলে ৬ উইকেটে ১৮৩ রান। ব্যাটে রাহুলের সঙ্গী ছিলেন বাংলার অভিষেক পোড়েল। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে ১৫৮ রান করে ইনিংস শেষ করে। ষষ্ঠ উইকেটে বিজয় শঙ্করের ৬৯ নট আউট এবং এমএস ধোনির ৩০ নট আউট দলকে জয় এনে দিতে পারল না। চেন্নাই শেষ পর্যন্ত ২৫ রানে পরাজিত হয় দিল্লির কাছে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন কেএল রাহুল।

ব্যতিক্রমী দিল্লি, টসে জিতে ব্যাট   

শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় দিল্লি ক্যাপিটলস। দলের ঝুলিতে কোনো রান আসার আগেই প্যাভিলিয়নে ফিরে যান অন্যতম ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। খলিল আহমেদের বলে রবিচন্দ্রন অশ্বিনকে ক্যাচ দিয়ে ম্যাকগার্ক ফিরে যেতে কেএল রাহুলের সঙ্গী হন বঙ্গসন্তান অভিষেক পোড়েল। দু’জনেই ঝড় তোলেন ব্যাটে। দলের বিপদ কিছুটা কাটিয়ে ২০ বলে ৩৩ রান করে রবীন্দ্র জাদেজার বলে এমএস ধোনিকে ক্যাচ দিয়ে যখন অভিষেক ফিরে যান দলের রান তখন ৬.৫ ওভারে ৫৪।

এর পর রাহুল প্রথমে সঙ্গী পান দলের অধিনায়ক অক্ষর পটেলকে (১৪ বলে ২১ রান) এবং পরে সমীর রিজভিকে (১৫ বলে ২০ রান)। এর পর ৫১ বলে ৭৭ রান করে মতিশা পতিরানার শিকার হয়ে রাহুল যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দিল্লির ইনিংস শেষ হতে আর ৪ বল বাকি। রাহুলের ৭৭ বলে ছিল ৩টে ছয় আর ৬টা চার। শেষ পর্যন্ত দিল্লি ইনিংস শেষ করে ৬ উইকেটে ১৮৩-তে। ১২ বলে ২৪ রান করে ট্রিস্টান স্টাবস এবং ২ বলে ১ রান করে বিপরাজ নিগম নট আউট থাকেন। লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে এক অবিশ্বাস্য লড়াই লড়ে যিনি দিল্লিকে জয় এনে দিয়েছিলেন সেই আশুতোষ শর্মার এ দিন দুর্ভাগ্য। ১ রান করে তিনি রান আউট হয়ে যান।

দলের জন্য জয় আনতে পারলেন না বিজয় এবং ধোনি। ছবি Indian Premier League ‘X’ থেকে নেওয়া।

জয় আনতে পারলেন না বিজয়, ধোনি

জয়ের জন্য চেন্নাই সুপার কিংস-এর দরকার ছিল ১৮৪ রান। খুব যে শক্ত টার্গেট, তা নয়। কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় লড়াই লড়তে দেখা গেল না কোনো ব্যাটারকে। দলের উইকেট দ্রুত পড়তে থাকে। ১০.৪ ওভারে ৭৪ রানের মধ্যে চেন্নাই ৫ উইকেট হারায়। তখনও জয়ের জন্য তাদের দরকার ছিল ১১০ রান, হাতে ছিল ৫৮ বল। ওভারপ্রতি ১২ রানের কম। টি২০-এর বিচারে খুব একটা যে বেশি, তা নয়।

কিন্তু ষষ্ঠ উইকেটের জুটিতে বিজয় শঙ্কর এবং এমএস ধোনি নট আউট থাকলেন বটে, কিন্তু দলকে জয়ে নিয়ে যেতে পারলেন না। ৬৯ রান করে বিজয় শঙ্কর নট আউট থাকলেন, কিন্তু সেই রান তিনি করলেন ৫৪ বলে। স্ট্রাইক রেট ১২৭.৭৭। আর ধোনি নট আউট থাকলেন ৩০ রান করে। স্টাইক রেট ১১৫.৩৮। টি২০ ম্যাচের হিসাবে এই রানরেট কিন্তু খুব একটা ভালো নয়। ফলে জয় থেকে ২৬ রান দূরে থেকে ইনিংস শেষ করল বিজয়-ধোনি জুটি। চেন্নাই হেরে গেল ২৫ রানে।

এ বারের আইপিএল-এ ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটলস থাকল শীর্ষ স্থানে। আর ৪ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস থাকল লিগ টেবিলের অষ্টম স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...