Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৫: ঝড়ের জবাবে পাল্টা ঝড় তুলেও লখনউয়ের কাছে হার মানতে হল...

আইপিএল ২০২৫: ঝড়ের জবাবে পাল্টা ঝড় তুলেও লখনউয়ের কাছে হার মানতে হল কলকাতাকে

প্রকাশিত

লখনউ সুপার জায়ান্টস: ২৩৮-৩ (নিকোলাস পুরান ৮৭ নট আউট, মিচেল মার্শ ৮১, আইডেন মার্করাম ৪৭, হর্ষিত রানা ২-৫১)
কলকাতা নাইট রাইডার্স: ২৩৪-৭ (অজিঙ্ক রাহানে ৬১, বেঙ্কটেশ আইয়ার ৪৫, রিঙ্কু সিংহ ৩৮ নট আউট, শার্দূল ঠাকুর ২-৫২)

কলকাতা: পারল না কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টস-এর নিকোলাস পুরান, মিচেল মার্শ, আইডেন মার্করামের ঝড়ের পাল্টা ঝড় তুলেছিলেন অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহেরা। কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত মাত্র ৪ রান হার মানতে হল কলকাতাকে।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ম্যাচে টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায় কেকেআর। সেই সুযোগের পূর্ণ সদ্বব্যহার করে লখনউ। শুরু থেকেই ঝড় তোলে তারা। আইডেন মার্করাম ও মিচেল মার্শের ওপেনিং জুটি ১০.২ ওভারে তোলে ৮৯। ২৮ বলে ৪৭ করে হর্ষিত রানার বলে বোল্ড হয়ে মার্করাম প্যাভিলিয়নে ফিরে গেলেও রান-ঝড়ে কোনো ছেদ পড়েনি। বরং আরও বেড়ে যায়। মার্শের সঙ্গী হন নিকোলাস পুরান। দ্বিতীয় উইকেটের জুটিতে মাত্র ৫ ওভারে ওঠে ৮১ রান। ৪৮ বলে ৮১ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন মার্শ।

এবার ব্যাটে ঝড় চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন পুরান। হর্ষিতের বলে বোল্ড হয়ে আবদুল সামাদ ৪ বলে ৬ রান করে ফিরে গেলেও ঝড় থামাননি পুরান। শেষ পর্যন্ত ৩৬ বলে ৮৭ রান করে নট আউট থাকেন পুরান। তাঁর ৮৭ রানে ছিল ৮টা ছয়, ৭টা চার। লখনউ করে ৩ উইকেটে ২৩৮ রান।

ছবি: সঞ্জয় হাজরা

জয়ের জন্য কেকেআর-এর লক্ষ্যমাত্রা ছিল ২৩৯। লক্ষ্যমাত্রায় পৌঁছতে হলে তো কেকেআর-কে পাল্টা ঝড় তুলতেই হবে। কুইন্টন ডি কক আর সুনীল নারাইন করেনও তা-ই। মাত্র ২.৩ ওভারে তোলেন ৩৭ রান। ৯ বলে ১৫ করে আকাশদীপের বলে ডিকক ফিরে যেতে নারাইনের সঙ্গী হন অধিনায়ক অজিঙ্ক রাহানে। ব্যাটিং ঝড় চলতে থাকে। তবে ঝড় চলার মাঝেই কেকেআর-এর দ্বিতীয় উইকেটের পতন। ১৩ বলে ৩০ করে ফিরে গেলেন নারাইন। অজিঙ্কার সঙ্গী হন বেঙ্কটেশ আইয়ার।

ছবি: সঞ্জয় হাজরা

১০ ওভারে কেকেআর তোলে ২ উইকেটে ১২৯। জয় ১১০ রান দূরে, হাতে আরও ১০ ওভার। পাল্টা ঝড় চালিয়ে যান রাহানে ও বেঙ্কটেশ। শেষ পর্যন্ত দলের ১৬২ রানের মাথায় শার্দূল ঠাকুরের বলে পুরানকে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক রাহানে। ৩৫ বলে তিনি করেন ৬১ রান। বেঙ্কটেশের সঙ্গী হন রমনদীপ সিংহ। কিন্তু তিনি দ্রুত ফিরে যান। নামেন অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু তিনিও প্রায় সঙ্গে সঙ্গে বিদায় নেন।

এর পরই বড়ো ধাক্কা খায় কেকেআর। বেঙ্কটেশ আয়ারকে তুলে নেন আকাশ দীপ। ২৯ বলে ৪৫ রান করে যখন ফিরে যান বেঙ্কটেশ, দল তখনও জয় থেকে ৬২ রান দূরে। হাতে ২৮ বল। দায়িত্ব বর্তায় রিঙ্কু সিংহ ও আন্দ্রে রাসেলের উপর। কিন্তু শার্দূলের বলে ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে ফিরে যান রাসেল। আসেন হর্ষিত রানা।

ছবি: সঞ্জয় হাজরা

জয় তখনও ৫৪ রান দূরে। হাতে ২৩ বল। ব্যাট হাতে রিঙ্কু আর হর্ষিত। শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন রিঙ্কু। নট আউট থেকে ১৫ বলে করলেন ৩৮ রান। কিন্তু দলের জন্য জয় আনতে পারলেন না। কেকেআর-কে হারতে হল ৪ রানে।

এ বারের লিগে ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে এলএসজি থাকল চতুর্থ স্থানে। সমসংখ্যক খেলায় ৪ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর থাকল ষষ্ঠ স্থানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...