Homeখেলাধুলোআইপিএলসঞ্জু-শিমরনের দাপট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

সঞ্জু-শিমরনের দাপট, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩ উইকেটে জয়ী রাজস্থান রয়্যালস

প্রকাশিত

গুজরাত টাইটান্স: ১৭৭/ ৭ (মিলার ৪৬, শুভমন ৪৫, হার্দিক ২৮, সন্দীপ ২৫/২)

রাজস্থান রয়্যালস: ১৭৯/৭ (সঞ্জু ৬০, হেটমায়ার ৫৬*, দেবদূত ২৬ সামি ২৫/৩, রশিদ ৪৬/২)

রবিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয় পেল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাত তোলে ৭ উইকেটে ১৭৭ রান। জবাবে ৪ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালস তুলে নেয় ৭ উইকেটে ১৭৯।

প্রথমে ব্যাট করতে নেমে রান পেলেন না গুজরাত টাইটান্সের উইকেটরক্ষক-ব্যাটার ঋদ্ধিমান সাহা (৪)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন শুভমন গিল ও সাই সুদর্শন। পঞ্চম ওভারে আবার ধাক্কা। রান আউট হয়ে ফিরে যান সাই সুদর্শন (১৯ বলে ২০)। ৩২ রানে ২ উইকেট হারায় গুজরাত। শুভমান গিল ও অধিনায়ক হার্দিক পাণ্ড্যের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটিয়ে ওঠে। ওপেনার শুভমন গিল করলেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে হার্দিক করলেন ১৯ বলে ২৮ রান। অভিনব মনোহরের অবদান ১৩ বলে ২৭। পাঁচ নম্বরে নেমে ৩০ বলে ৪৬ রান করলেন মিলার। ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

রাজস্থানের হয়ে ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন সন্দীপ শর্মা। ১টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জ়াম্পা এবং যুজবেন্দ্র চহাল। ৪ ওভারে ৩৭ রান দিয়েও উইকেট পেলেন না রবিচন্দ্রন অশ্বিন।

জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজস্থান। দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালকে (১) তুলে নেন হার্দিক পাণ্ড্য। পরের ওভারে মহম্মদ সামির বলে বোল্ড হন জস বাটলার (০)। এরপর দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন দেবদত্ত পাড়িক্কল ও অধিনায়ক সঞ্জু স্যামসন। পাড়িক্কলকে (২৫ বলে ২৬) তুলে নিয়ে জুটি ভাঙেন রশিদ খান। ৩২ বলে ৬০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁর ব্যাট থেকে এল ৩টি চার এবং ৬টি ছয়। ধ্রুব জুরেল ১০ বলে ১৮ রান করলেন ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। অশ্বিন করলেন ৩ বলে ১০ রান। রাজস্থানের জয় এল হেটমেয়ারের ব্যাটেই। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ২৬ বলে ৫৬ রান করে। মারলেন ২টি চার এবং ৫টি ছক্কা।

গুজরাতের হয়ে ২৫ রানে ৩ উইকেট নেন মহম্মদ সামি। ৪৬ রানে ২ উইকেট রশিদের। ১টি করে উইকেট পেলেন হার্দিক এবং নুর। তবে শেষমেশ সঞ্জু এবং হেটমেয়ারের দাপটে গত বারের চ্যাম্পিয়নদের হারাল গত বারের রানার্সরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...