Homeখেলাধুলোআইপিএলহাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

প্রকাশিত

আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম সানরাইজার্স হায়দরাবাদের কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কেকেআর টিমের মালিক এবং বলিউডের বাদশা শাহরুখ খান। প্রবল গরমে ডিহাইড্রেশনের শিকার হয়ে তাঁকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, অতিরিক্ত গরমের কারণে তাঁর শরীরে জল শূন্যতা দেখা দিয়েছে।

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন। কিন্তু তাঁর দল দশ বছর পর আইপিএল জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, আর তিনি বাড়িতে শুয়ে থাকবেন, তা তো সম্ভব নয়!

তাই শাহরুখ খান চেন্নাইয়ে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দেখতে মাঠে হাজির হন। মুম্বই বিমানবন্দরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রামকে নিয়ে মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দরে প্রবেশ করছেন শাহরুখ। মাঠেও তিনি উপস্থিত হন।

মাঠে হাজির হলেও শাহরুখ খান যে এখনও কিছুটা অসুস্থ, তা বোঝা যায় তাঁর চেহারা ও পরিধান দেখে। তিনি মুখে মাস্ক পরে ছিলেন এবং পাশে স্ত্রী গৌরী কেকেআরের জার্সি পরে বসেছিলেন। শাহরুখের এই উপস্থিতি তাঁর দলের প্রতি তাঁর ভালোবাসা এবং সমর্থনের প্রমাণ দেয়।

শাহরুখ খানের এই উপস্থিতি কেকেআর দলের মনোবল বৃদ্ধি করে এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সঞ্চার করে। তাঁর অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং মাঠে ফিরে আসার জন্য প্রশংসা করছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...