খবর অনলাইন ডেস্ক: প্যারিস অলিম্পিক্সে শুরু হল ভারতের জয়যাত্রা। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন মনু ভাকের। মনু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে শুটিং-এ কোনো পদক জিতলেন।
শুটিং-এ আরও পদক জয়ের আশা জাগিয়ে তুলেছেন ভারতীয় শুটাররা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অর্জুন বাবুতা এবং মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে রমিতা জিন্দল ফাইনালে উঠেছেন।
ফার্স্ট কমপেটিশন স্টেজের পর মনু ৫০.৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে থাকেন। সেকেন্ড কমপেটিশন স্টেজের পর মনুর পয়েন্ট দাঁড়ায় ১০০.৩। থাকেন তৃতীয় স্থানে। তার পর ফার্স্ট এলিমিনেশন। মনু আবার উঠে আসেন দ্বিতীয় স্থানে। তার পর আবার তৃতীয় স্থানে চলে যান সেকেন্ড এলিমিনেশন পরে।
আরও ৩টি এলিমিনেশনের পরেও মনু ভাকের একই জায়গায় থেকে তাঁর ব্রোঞ্জ পদক সুনিশ্চিত করেন। তাঁর সংগ্রহ ২২১.৭ পয়েন্ট। এই ইভেন্টে স্বর্ণপদক পান দক্ষিণ কোরিয়ার ওয়াই জে ওহ (২৪৩.২ পয়েন্ট) এবং রুপো পান একই দেশের ওয়াই জে কিম (২৪১.৩ পয়েন্ট)।
ফাইনালে অর্জুন বাবুতা, রমিতা জিন্দল
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩১.৫ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে থেকে ফাইনালে গেলেন রমিতা জিন্দল। আর পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ৬৩০.১ পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে থেকে ফাইনালে চলে গেলেন অর্জুন বাবুতা।
টেবিল টেনিসে জয়-পরাজয়
‘রাউন্ড অফ ৬৪’-তে গ্রেট ব্রিটেনের আন্না হারসেকে ৪-১ খেলায় হারিয়ে ‘রাউন্ড অফ ৩২’-এ চলে গেলেন মণিকা বাত্রা। ম্যাচের ফল মণিকার পক্ষে ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১ এবং ১১-৫।
ওদিকে শরৎ কমল বিদায় নিলেন ‘রাউন্ড অফ ৬৪’-তেই। সাত গেমের লড়াইয়ে ৫-২ ফলে তিনি পরাজিত হলেন স্লোভেনিয়ার কজুল ডেনির কাছে। ম্যাচের ফল শরৎ কমলের পক্ষে ২-৪, ১২-১০, ৯-১১, ৬-১১, ৭-১১, ১১-৮ এবং ১০-১২।
আরও পড়ুন