সঞ্জয় হাজরা
মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল মোহনবাগান দিবস। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের এই ঐতিহ্যমণ্ডিত দিনে সম্মানিত করা হল বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া ও ক্রীড়া-সংশ্লিষ্ট অসামান্য কৃতিত্বের অধিকারীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন।
মহিলা ফুটবলে অনন্য কৃতিত্বের জন্য ভারতীয় মহিলা ফুটবলার রিম্পা হালদারকে সম্মানিত করা হয়। ‘বেস্ট সাপোর্টার’ সম্মানে সম্মানিত হন উমাকান্ত পালধি। ‘বেস্ট রেফারি’ প্রতুল চক্রবর্তী সম্মান পান। ‘মিলন দত্ত’, ‘অঞ্জন মিত্র’ সম্মানে ভূষিত হলেন কমল কুমার মৈত্র।
সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রয়াত মতি নন্দীর নামে যুগ্মভাবে সম্মানিত হলেন প্রয়াত অরুন সেনগুপ্ত ও মানস চক্রবর্তী। মরশুমের সেরা অ্যাথলিট প্রণব বন্দ্যোপাধ্যায় সম্মানে ভূষিত হলেন অর্চিতা বন্দ্যোপাধ্যায়।

সেরা হকি খেলোয়াড় কেশব দত্ত সম্মানে সম্মানিত হন অর্জুন শর্মা। বর্ষসেরা তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বর্ষসেরা সিনিয়র ক্রিকেটার হিসেবে অরুন লালের নামে সম্মানিত হন রণজ্যোৎ সিং খয়রা। সুভাষ ভৌমিক সম্মানে সেরা ফরোয়ার্ড হিসেবে সম্মানিত হলেন অস্ট্রেলিয়ার জেমী ম্যাকারেন।
বর্ষসেরা ফুটবলার হিসেবে অপুইয়া পেলেন বিশেষ সম্মান। জীবনকৃতি সম্মান পেলেন প্রাক্তন ক্রিকেটার রাজু মুখার্জি।
সর্বোপরি, মোহনবাগান ক্লাবের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’-এ ভূষিত হলেন ক্লাবের অন্যতম প্রভাবশালী ও ঐতিহ্যবাহী মুখ স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে পরিচিত টুটু বসু নামে।এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় ভরা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। অনুষ্ঠানের অন্তিম পর্বে সুরেলা পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: থাকছেন না ঋষভ, সম্ভবত বুমরাহও, ওভাল টেস্টে কী হতে পারে ভারতীয় একাদশ?