Homeখেলাধুলো‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো...

‘…আমাদের বোনের বিচার চাই’, আদালতের নির্দেশ মেনে আরজি কর-কাণ্ডের বিচারের চেয়ে টিফো প্রদর্শন মোহনবাগান সমর্থকদের 

প্রকাশিত

মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগানের জয় শুধু মাঠেই নয়, গ্যালারিতেও একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়ালো। কারণ, এ দিন মাঠে উপস্থিত সবুজ-মেরুন সমর্থকেরা আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফো প্রদর্শন করেন, যা কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই করা হয়।

টিফোতে লেখা ছিল, “হাতে হাত রেখে এ লড়াই, আমাদের বোনের বিচার চাই!” এটি শুধু মোহনবাগান সমর্থকদের নয়, বরং কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছিল। টিফোর মধ্যে সবুজ-মেরুন এবং লাল-হলুদ রং ব্যবহার করে দুটি মেয়ের ছবি দেখানো হয়েছে, যা দুই প্রধানের একাত্মতা ও সংহতির প্রতিফলন।

ম্যাচ শুরুর আগে বা বিরতির সময় টিফো প্রদর্শন করা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিষিদ্ধ ছিল না, তবে সেমিফাইনাল শেষ হওয়ার পরই গ্যালারিতে টিফো প্রদর্শন করেন সবুজ-মেরুন সমর্থকেরা। তাতে কোনও ভারী বস্তু ব্যবহার না করার নির্দেশ মেনে, কেবলমাত্র সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হয়েছিল টিফোটি।

উল্লেখযোগ্য যে, আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে সম্প্রতি কলকাতার তিন প্রধান ক্লাব – ইস্টবেঙ্গল, মোহনবাগান, এবং মহমেডানের সমর্থকেরা একসঙ্গে পথে নেমেছিলেন। ডার্বি ম্যাচ বাতিল এবং পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে ওই আন্দোলন ছড়িয়ে পড়ে কলকাতাজুড়ে। পরে হাই কোর্টের নির্দেশে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজিত হলেও, পুলিশ আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় টিফো প্রদর্শন নিষিদ্ধ করেছিল।

তবে ময়ূখ বিশ্বাসের হাই কোর্টে আর্জি জানানোয় বিচারপতি হরিশ টন্ডন এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দেন যে, মাঠে টিফো নিয়ে প্রবেশ করা যাবে এবং তা দেখানো যাবে ম্যাচের শেষে। তবে তা ভারী বস্তু দিয়ে তৈরি হওয়া চলবে না। সেই নির্দেশ মেনেই খেলা শেষে টিফো প্রদর্শিত হয়।

এই মুহূর্তটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং ফুটবল ও সমর্থকদের মাধ্যমে সংহতি ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দেওয়ার একটি নজিরবিহীন উদাহরণ হয়ে থাকলো।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত হিন্দি চলচ্চিত্রের অগ্রদূত অভিনেত্রী কামিনী কৌশল : এক সংগ্রামী জীবনের গল্প

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কমিনি কৌশল ৯৮ বছর বয়সে প্রয়াত। হিন্দি সিনেমার এক স্বর্ণযুগের অবসান ঘটাল তাঁর মৃত্যু। পরিবার জানিয়েছে, তারা গোপনীয়তা চাইছে।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে...

ইডেনে স্পিন আক্রমণে ভরসা ভারতের, একাদশ চূড়ান্ত হবে শুক্রবার উইকেট দেখার পর: শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে...

২০২৬ সালে আইসিএসই ও আইএসসি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ফেব্রুয়ারি থেকেই শুরু বোর্ড পরীক্ষা

২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করল CISCE। দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৭ ফেব্রুয়ারি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি। কত দিন চলবে পরীক্ষা, কতজন পরীক্ষার্থী বসবে— জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...