প্রথম প্রচেষ্টাতেই বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ৮৮.৭৭ মিটারের জ্যাভেলিন নিক্ষেপ করে ফাইনালে গিয়েছেন ভারতের এই তারকা অ্যাথলিট। একই সঙ্গে ৮৫ মিটারের বেশি জ্যাভলিন নিক্ষেপ করে প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছেন। অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম ৮৫.৫০ মিটার প্রয়োজন এবং নীরজ তার প্রথম প্রচেষ্টায় ৮৮.৭৭ মিটার ছুঁয়েছেন।
এই মরসুমে এটাই নীরজ চোপড়ার এটাই সেরা স্কোর। চোট থেকে ফিরে আসার পর তিনি লুসান ডায়মন্ড লিগে ফর্মের বাইরে ছিলেন। কিন্তু বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি তাঁর প্রথম থ্রোতে দুর্দান্ত দূরত্ব নিক্ষেপ করতে সক্ষম হয়েছেন। এর ভিত্তিতে, তিনি চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অলিম্পিক্সে জায়গা পাকা করে নিয়েছেন।
Neeraj Chopra Qualified For World Championship & Paris Olympic 2024#neerajchopra #javelin pic.twitter.com/qalneQvDb5
— Keshav Vats (@Vats_26) August 25, 2023
আগামী রবিবার ফাইনালে নামবেন নীরজ। অলিম্পিক-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছেন তিনি। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এখনও সোনা গলায় ঝোলাতে পারেননি নীরজ। এবার তাঁর কাছে সেই সুযোগ রয়েছে।
সোনা জয়ের আরও কাছে নীরজ পারলেন না প্রজ্ঞানানন্দ, দাবা বিশ্বকাপ জিতলেন ম্যাগনাস কার্লসেন