কোপেনহাগেন: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধুর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। কোপেনহাগেনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি। ১৬ নম্বর বাছাই সিন্ধু এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে পারলেন না।
ওদিকে, পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন।
‘রাউন্ড অফ ৩২’-এ সিন্ধুর খেলা ছিল পুরোনো প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারা। ২০১৭-এর সোনা এবং ২০১৯-এর রুপোজয়ী ওকুহারা সহজেই বাজিমাত করলেন সিন্ধুর বিরুদ্ধে। খেলার ফল ওকুহারার পক্ষে ১৪-২১, ১৪-২১।
২০১৭-এর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা স্মরণীয় হয়ে থাকবে সিন্ধু-ওকুহারার লড়াইয়ের জন্য। টানা ১১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে সিন্ধু জয়ী হন। কিন্তু মঙ্গলবার কোপেনহাগেনে সিন্ধু সহজেই হার স্বীকার করেন ওকুহারার কাছে। এবং দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি।
প্রণয় ও লক্ষ্য তৃতীয় রাউন্ডে
পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব র্যাঙ্কিং-এ ৯ নম্বর এইচ এস প্রণয় খুব সহজেই হারান ইন্দোনেশিয়ার চিকো আউরা দোয়াই ওয়ারদোয়োকে। ম্যাচের ফল প্রণয়ের পক্ষে ২১-৯, ২১-১৪।
তৃতীয় রাউন্ডে প্রণয় মুখোমুখি হবে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের সঙ্গে। লোহ কিন ২০২১-এর চ্যাম্পিয়ন।
দ্বিতীয় রাউন্ডের আর-একটি ম্যাচে জিতেছেন লক্ষ্য সেন। ২০২১-এর ব্রোঞ্জজয়ী লক্ষ্য তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার জিয়ন হেয়ক জিনকে ২১-১১, ২১-১২ ফলে হারান।
২০২২-এ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে এই জিনের কাছেই পরাস্ত হয়েছিলেন লক্ষ্য। কোপেনহাগেনে সেই হারেরই বদলা নিলেন লক্ষ্য। তৃতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের তৃতীয় বাছাই তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন।