Homeখেলাধুলোবিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিন্ধুর, তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন প্রণয় ও...

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিন্ধুর, তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন প্রণয় ও লক্ষ্য সেন

প্রকাশিত

কোপেনহাগেন: পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধুর খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। কোপেনহাগেনে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি। ১৬ নম্বর বাছাই সিন্ধু এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে পারলেন না।

ওদিকে, পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন এইচ এস প্রণয় এবং লক্ষ্য সেন।

‘রাউন্ড অফ ৩২’-এ সিন্ধুর খেলা ছিল পুরোনো প্রতিদ্বন্দ্বী জাপানের নোজোমি ওকুহারা। ২০১৭-এর সোনা এবং ২০১৯-এর রুপোজয়ী ওকুহারা সহজেই বাজিমাত করলেন সিন্ধুর বিরুদ্ধে। খেলার ফল ওকুহারার পক্ষে ১৪-২১, ১৪-২১।

২০১৭-এর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা স্মরণীয় হয়ে থাকবে সিন্ধু-ওকুহারার লড়াইয়ের জন্য। টানা ১১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে সিন্ধু জয়ী হন। কিন্তু মঙ্গলবার কোপেনহাগেনে সিন্ধু সহজেই হার স্বীকার করেন ওকুহারার কাছে। এবং দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন তিনি।

lakshya
লক্ষ্য সেন।

প্রণয় ও লক্ষ্য তৃতীয় রাউন্ডে  

পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ৯ নম্বর এইচ এস প্রণয় খুব সহজেই হারান ইন্দোনেশিয়ার চিকো আউরা দোয়াই ওয়ারদোয়োকে। ম্যাচের ফল প্রণয়ের পক্ষে ২১-৯, ২১-১৪।

তৃতীয় রাউন্ডে প্রণয় মুখোমুখি হবে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের সঙ্গে। লোহ কিন ২০২১-এর চ্যাম্পিয়ন।

দ্বিতীয় রাউন্ডের আর-একটি ম্যাচে জিতেছেন লক্ষ্য সেন। ২০২১-এর ব্রোঞ্জজয়ী লক্ষ্য তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার জিয়ন হেয়ক জিনকে ২১-১১, ২১-১২ ফলে হারান।

২০২২-এ এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে এই জিনের কাছেই পরাস্ত হয়েছিলেন লক্ষ্য। কোপেনহাগেনে সেই হারেরই বদলা নিলেন লক্ষ্য। তৃতীয় রাউন্ডে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের তৃতীয় বাছাই তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্ন।

সাম্প্রতিকতম

দুর্গোৎসব ২০২৪: ‘মুক্তধারা’ রূপকের মাধ্যমে নদীবাঁধের সংকটের কথা তুলে ধরা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘে   

শারদোৎসবের জন্য সেজে উঠেছে বাংলা। দেশকালের গণ্ডি পেরিয়ে বাঙালি আজ গ্লোবাল সিটিজেন। থিমের অভিনবত্বই...

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি...

দুর্গোৎসব ২০২৪: ‘নির্বাক’ থেকে ঢাকুরিয়া সার্বজনীনে একাকিত্বের গল্প শোনাতে প্রস্তুত শিল্পী সৌভিক কালী

২০২৩ সাল এক কালান্তক বছর শিল্পী সৌভিক কালীর কাছে। গত বছরের মাঝামাঝি সময় তিনি...

দুর্গোৎসব ২০২৪: পরমা প্রকৃতির শূন্য কলসিতে ‘বারিবিন্দু’ অর্পণের দায়িত্ব নিয়েছে সল্টলেক একে ব্লক

পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে, শুরু হয়ে গেছে দেবীপক্ষ। দুর্গাপুজোর মতো রাজসূয় যজ্ঞের আয়োজন...

আরও পড়ুন

দাবা অলিম্পিয়াডে এই প্রথম সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা দল

বুদাপেস্ট (হাঙ্গেরি): ৪৫তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস সৃষ্টি করল ভারত। ফাইনালে রাউন্ডে প্রতিপক্ষদের হারিয়ে এই...

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন ভারত, চিনকে ১-০ ব্যবধানে হারাল হরমনপ্রীরা

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে পঞ্চমবার এই খেতাব জিতলেন হরমনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল। হরমনপ্রীত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ২৯টি পদক জিতে ইতিহাস গড়ল ভারত, শেষ ২টি সোনা আনলেন নবদীপ, প্রবীণ  

প্যারিস: ইতিহাস সৃষ্টি করল ভারত। আজ পর্যন্ত গেমসের কোনো আন্তর্জাতিক আসর থেকে এত পদক...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?