Homeখেলাধুলোপ্যারিস অলিম্পিক্স ২০২৪: ওজন ১০০ গ্রাম বেশি, অলিম্পিক্স সোনার লড়াই থেকে বাতিল...

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ওজন ১০০ গ্রাম বেশি, অলিম্পিক্স সোনার লড়াই থেকে বাতিল বিনেশ

প্রকাশিত

প্যারিস অলিম্পিক্সে বড়ো ধাক্কা খেলেন ভারতের কুস্তিগির বিনেশ ফোগত। মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগের ফাইনালে ওঠার পরেও অতিরিক্ত ওজনের কারণে তাকে ফাইনালে নামতে দেওয়া হবে না। বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় যে বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি। এই কারণে বিনেশকে ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়নি।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগত বাতিল হয়ে গিয়েছেন। ভারতীয় দলের পক্ষ থেকে সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল বাড়তি ওজন কমানোর। কিন্তু আজ সকালে ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ওর। এখনই ভারতীয় দলের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হবে না।”

কুস্তিতে ৫০ কেজি বিভাগ বিনেশের ইভেন্ট নয়। তার আসল ইভেন্ট ৫৩ কেজি বিভাগ। দিল্লির রাস্তায় আন্দোলনে শামিল হওয়ায় ৫৩ কেজির ট্রায়ালে যেতেই পারেননি বিনেশ। তার বদলে অলিম্পিক্সের ৫৩ কেজি বিভাগে যোগ্যতা অর্জন করেন অন্তিম পঙ্ঘল, যিনি বুধবার অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন। বিনেশকে তার পর বলা হয়েছিল, তিনি যদি ট্রায়ালে পঙ্ঘলকে হারাতে পারেন, তাহলে তাঁকে পছন্দের ৫৩ কেজিতে নামতে দেওয়া হবে। কিন্তু কুস্তি থেকে দূরে থাকার কারণে বিনেশ সেই ট্রায়ালে হেরে যান। শেষ পর্যন্ত তাঁকে বেছে নিতে হয়েছিল ৫০ কেজি বিভাগ।

এবারও প্রথম থেকে তাঁকে পছন্দের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণে বাধা দিয়েছিলেন ফেডারেশন কর্তাদের একাংশ। তবু দমে যাননি বিনেশ। নিজেকে প্রস্তুত করেছিলেন ৫০ কেজি বিভাগের জন্য। শরীরের ওজন ৩ কিলোগ্রাম কমাতে হয়েছে সক্ষমতা অটুট রেখে। সে জন্য বদলাতে হয়েছে খাদ্যাভ্যাস।

আন্দোলনের জন্য দীর্ঘ দিন অনুশীলনের মধ্যে ছিলেন না বিনেশ। খেলোয়াড়দের জীবনের অনুশাসনের মধ্যে রাখতে পারেননি নিজেকে। সেই খামতিও মেটাতে হয়েছে বাড়তি অনুশীলন করে।

মঙ্গলবার ফাইনালে ওঠার পথে গতবারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। সেমিফাইনালে কিউবার গুজমান লোপেজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন বিনেশ।

এই খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েন বিনেশ। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে জলশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিনেশ ফোগতের বাবার প্রতিক্রিয়া

সাংসদ হেমা মালিনীর প্রতিক্রিয়া

রুপো কি পাবেন বিনেশ?

ওজন বেশি বলে ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে পারবেন না বিনেশ ফোগত। নিয়ম অনুযায়ী তিনি রুপোও পাবেন না। তাঁকে প্রতিযোগিতা থেকেই বাদ দিয়ে দেওয়া হল। নিয়ম অনুযায়ী মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না।

কুস্তিতে রৌপ্যপদক নিশ্চিত করলেন বিনেশ ফোগত, হকিতে ভারত ব্রোঞ্জের জন্য লড়বে স্পেনের বিরুদ্ধে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।