Homeপ্রযুক্তিচলন্ত বিমানে অসুস্থ মহিলা যাত্রীর জীবনরক্ষা অ্যাপল স্মার্টওয়াচে

চলন্ত বিমানে অসুস্থ মহিলা যাত্রীর জীবনরক্ষা অ্যাপল স্মার্টওয়াচে

প্রকাশিত

মৌ বসু

প্রযুক্তি, বিজ্ঞান যেমন একদিকে আমাদের কিছুটা হলেও যন্ত্রনির্ভর করে তুলছে তেমনি প্রযুক্তির হাত ধরেই জীবনযাপনও সহজতর হয়ে উঠছে। যেমন, কবজিতে বাঁধা অ্যাপলের স্মার্টওয়াচই জীবনরক্ষা করল দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার এক মহিলা বিমানযাত্রীর।

গত ২ জুলাই বছর ৫৬-র ওই মহিলা বিমানযাত্রী দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাচ্ছিলেন। বিমানে তাঁর সহযাত্রী ছিলেন কেরলের রাজাগিরি হাসপাতালের মেডিক্যাল অধিকর্তা ডাক্তার গিগি ভি কুরুত্তুকুলাম। তিনিই একমাত্র চিকিৎসক ছিলেন ওই বিমানে। আচমকাই মাঝ-আকাশে ঘটে বিপত্তি। ওই মহিলা বিমানযাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন। বিমানে মহিলা যাত্রীর রক্ষাকর্তা হিসাবে এগিয়ে আসেন কেরলের ডাক্তার। তিনি নিজের সচিত্র পরিচয়পত্র বিমানকর্মীদের দেখান। নিয়ম অনুযায়ী, চলন্ত বিমানে কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে প্রথমে কেউ চিকিৎসক আছেন কি না তার খোঁজ করা হয়। কিন্তু সচিত্র পরিচয়পত্র না দেখালে রোগীর চিকিৎসা করার অনুমতি মেলে না।

দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমানেও এমনই ঘটনা ঘটে। কেরলের ডাক্তার গিগি ভি কুরুত্তুকুলামের কাছে কোনো মেডিক্যাল কিট ছিল না। তাই তিনি অসুস্থ মহিলাকে শুয়ে পড়তে বলেন। মহিলার কবজিতে বাঁধা ছিল অ্যাপল স্মার্টওয়াচ। এর সাহায্যেই কেরলের চিকিৎসক ওই অসুস্থ মহিলা যাত্রীর হার্টবিট ও অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখেন। এমনকি স্মার্টওয়াচের সাহায্যে ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাও করেন ওই চিকিৎসক। পরীক্ষায় দেখা যায়, মহিলার অক্সিজেন মাত্রা খুব কম। তবে রক্তচাপ বেশি। বিমানে থাকা মেডিক্যাল কিটে ইনজেকশনের সাহায্যে প্রাথমিক ভাবে মহিলা যাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল করা সম্ভব হয়।

বিমানচালক বিমান ঘুরিয়ে নিকটবর্তী বিমানবন্দরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু কেরলের চিকিৎসকই তাঁকে আশ্বস্ত করে জানান যে আপাতত মহিলা যাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাই সান ফ্রান্সিসকোতে বিমান নিয়ে যাওয়া যেতে পারে। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বিমান নামতেই আগে থেকে প্রস্তুত থাকা মেডিক্যাল টিম অসুস্থ মহিলা যাত্রীকে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

নিরাপত্তায় জোর, গুগুল ম্যাপ সহ ইথার এনার্জি কলকাতায় লঞ্চ করল ইলেকট্রিক স্কুটার RIZTA

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।

সাইবার জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ: হোয়াটসঅ্যাপ–টেলিগ্রাম–সিগন্যাল ব্যবহারে নতুন নিয়ম, ওয়েব ৬ ঘণ্টায় লগআউট

সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা চালু। হোয়াটসঅ্যাপ ওয়েব ৬ ঘণ্টায় স্বয়ংক্রিয় লগআউট হবে এবং অ্যাপ ব্যবহার করতে লাগবে সক্রিয় সিম। টেলিকম দফতর ২৮ নভেম্বর এই নিয়ম জারি করেছে।