Homeপ্রযুক্তিআধার কার্ড নিয়ে চিন্তিত? জানুন, ৪ রকম উপায়ে ব্যবহার করতে পারেন এই...

আধার কার্ড নিয়ে চিন্তিত? জানুন, ৪ রকম উপায়ে ব্যবহার করতে পারেন এই গুরুত্বপূর্ণ নথি

প্রকাশিত

আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেনের টিকিট বুকিংয়ের মতো অনেক কাজে আধার নম্বর প্রয়োজন। আধারের সঙ্গে বায়োমেট্রিক বিবরণ যুক্ত থাকে। এ ছাড়া এতে আধার কার্ডধারীর বাড়ির ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম অন্তর্ভুক্ত থাকে। ব্যক্তিগত কাজেও আধার কার্ডের ব্যবহার বেড়েছে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) আধার কার্ডের মাধ্যমে যাচাইয়ের জন্য নাগরিকদের ১২ সংখ্যার শনাক্তকরণ নম্বর দেয়। যা কোনো ভারতীয়কে শনাক্ত করতে ব্যবহৃত হয়। চারটি উপায়ে আপনি নিজের আধার কার্ড তৈরি করতে পারবেন।

১. আধার লেটার

আধার লেটার জারি করে ইউআইডিএআই। এটি একটি কাগজের উপর ল্যামিনেশন করা চিঠি। যাতে আধার ইস্যু করার তারিখ এবং মুদ্রণের তারিখ-সহ একটি কোড থাকে। নতুন আধার তৈরি করার সময় বা বায়োমেট্রিক্সে কোনো তথ্য আপডেট করলে এই আধার লেটার বিনামূল্যে পাওয়া যায়।

মনে রাখবেন, আসল আধার কার্ড হারিয়ে গেলে ফের নতুন আধার কার্ড তৈরি করানো যায়। এর জন্য, ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে ৫০ টাকা ফি দিয়ে অনলাইনে অর্ডার দেওয়া যায়।

২. পিভিসি আধার কার্ড

এ ধরনের আধার কার্ড পিভিসি-র উপর প্রিন্ট করা। এটা ব্যবহার করার দিক থেকেও বেশ ভালো। এতে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত তথ্য রয়েছে এবং একটি ডিজিটাল স্বাক্ষর, আধার সিকিউরিটি কোড, সেই সঙ্গে ছবি ও অন্যান্য তথ্যও থাকে। স্পিড পোস্টের মাধ্যমে আবেদনকারীর ঠিকানায় আধার পিভিসি কার্ড পাঠানো হয়। এর জন্য,ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে ৫০ টাকা ফি দিয়ে অনলাইনে অর্ডার দেওয়া যায়।

৩. এম আধার

এটি ইউআইডিএআই-এর তৈরি একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন। এই রেকর্ডে ডেমোগ্রাফিক তথ্য, ফটো এবং আধার নম্বর রয়েছে যাতে অফলাইন যাচাইকরণের জন্য একটি কোডও রয়েছে। আপনি এটিকে কোনো চার্জ ছাড়াই ডাউনলোড করতে পারেন। এটি বিমানবন্দর এবং রেলওয়েতে স্বীকৃত। ই-কেওয়াইসি-র জন্যও ব্যবহার করা যেতে পারে৷

৪. ই-আধার

ই-আধার হল আধারের ডিজিটাল রূপ, যা একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত এবং অফলাইন যাচাইকরণের জন্য একটি কোড যুক্ত থাকে। আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে ইউআইডিএআই-এর ওয়েবসাইটের সাহায্যে নিজের ই-আধার পেতে পারেন।

আরও পড়ুন: আধার নিয়ম সংশোধন কেন্দ্রের, ১০ বছরে ‘অন্তত এক বার’ এই কাজটি করা দরকার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

আরও পড়ুন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।

সাইবার জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ: হোয়াটসঅ্যাপ–টেলিগ্রাম–সিগন্যাল ব্যবহারে নতুন নিয়ম, ওয়েব ৬ ঘণ্টায় লগআউট

সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা চালু। হোয়াটসঅ্যাপ ওয়েব ৬ ঘণ্টায় স্বয়ংক্রিয় লগআউট হবে এবং অ্যাপ ব্যবহার করতে লাগবে সক্রিয় সিম। টেলিকম দফতর ২৮ নভেম্বর এই নিয়ম জারি করেছে।