Homeপ্রযুক্তিআধার অথেন্টিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরও সুরক্ষিত লেনদেন

আধার অথেন্টিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরও সুরক্ষিত লেনদেন

প্রকাশিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML) পদ্ধতি ব্যবহার করে আধার (Aadhaar) নম্বরগুলির বায়োমেট্রিক প্রমাণীকরণকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করা হয়েছে। সরকারি বিবৃতিতে এমনটাই জানিয়েছে, আধারের নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এবং ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।

প্রতারণা জাতীয় কার্যকলাপ রুখতে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনকে কাজে লাগানোর জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউআইডিএআই। এ বার থেকে আঙুলের ছাপ যাচাই করতে দুই আঙুলের রেখা এবং ছবির সমন্বয় ব্যবহার করা হবে এআই এবং এমএল পদ্ধতি চালিত সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে। এর মাধ্যমে আধার ভিত্তিক অথেন্টিকেটেড লেনদেন করা আরও সুরক্ষিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নতুন টু ফ্যাক্টর বা লেয়ার অথেন্টিকেশন পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এই পদক্ষেপটি ব্যাঙ্কিং এবং আর্থিক, টেলিকম এবং সরকারি ক্ষেত্রসহ বিভিন্ন ধরনের কাজে লাগবে। এটা থেকে সমস্ত ধরনের নাগরিক উপকৃত হবে কারণ এতে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী হবে এবং প্রতারণা মূলক উদ্দেশ্যকে আটকাবে।”

প্রসঙ্গত, আধার হল ১২ অঙ্কের এমন এক নম্বর যা একজন ব্যক্তির বায়োমেট্রিক এবং আইরিস ডেটার সঙ্গে লিঙ্ক করে, একটি অনন্য পরিচয় তৈরি করে। এই পরিচয়টি কার্ডধারীর ব্যাঙ্কের বিবরণ, ফোন নম্বর, সরকারি স্কিম এবং অন্যান্য আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত।

সরকারি তথ্য অনুসারে, “২০২০ সালের ডিসেম্বরের শেষ নাগাদ, আধার প্রমাণীকরণ লেনদেনের সংখ্যা ৮৮২৯ কোটি অতিক্রম করেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৭ কোটি লেনদেন হয়েছে। দৈনন্দিন জীবনে এর ব্যবহার এবং উপযোগিতা ক্রমশ বেড়েই চলেছে”।

আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

আরও পড়ুন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।

সাইবার জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ: হোয়াটসঅ্যাপ–টেলিগ্রাম–সিগন্যাল ব্যবহারে নতুন নিয়ম, ওয়েব ৬ ঘণ্টায় লগআউট

সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা চালু। হোয়াটসঅ্যাপ ওয়েব ৬ ঘণ্টায় স্বয়ংক্রিয় লগআউট হবে এবং অ্যাপ ব্যবহার করতে লাগবে সক্রিয় সিম। টেলিকম দফতর ২৮ নভেম্বর এই নিয়ম জারি করেছে।