Homeপ্রযুক্তিআধার অথেন্টিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরও সুরক্ষিত লেনদেন

আধার অথেন্টিকেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা, আরও সুরক্ষিত লেনদেন

প্রকাশিত

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML) পদ্ধতি ব্যবহার করে আধার (Aadhaar) নম্বরগুলির বায়োমেট্রিক প্রমাণীকরণকে আরও শক্তিশালী এবং সুরক্ষিত করা হয়েছে। সরকারি বিবৃতিতে এমনটাই জানিয়েছে, আধারের নিয়ন্ত্রক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এবং ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।

প্রতারণা জাতীয় কার্যকলাপ রুখতে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনকে কাজে লাগানোর জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে ইউআইডিএআই। এ বার থেকে আঙুলের ছাপ যাচাই করতে দুই আঙুলের রেখা এবং ছবির সমন্বয় ব্যবহার করা হবে এআই এবং এমএল পদ্ধতি চালিত সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে। এর মাধ্যমে আধার ভিত্তিক অথেন্টিকেটেড লেনদেন করা আরও সুরক্ষিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নতুন টু ফ্যাক্টর বা লেয়ার অথেন্টিকেশন পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এই পদক্ষেপটি ব্যাঙ্কিং এবং আর্থিক, টেলিকম এবং সরকারি ক্ষেত্রসহ বিভিন্ন ধরনের কাজে লাগবে। এটা থেকে সমস্ত ধরনের নাগরিক উপকৃত হবে কারণ এতে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেমকে আরও শক্তিশালী হবে এবং প্রতারণা মূলক উদ্দেশ্যকে আটকাবে।”

প্রসঙ্গত, আধার হল ১২ অঙ্কের এমন এক নম্বর যা একজন ব্যক্তির বায়োমেট্রিক এবং আইরিস ডেটার সঙ্গে লিঙ্ক করে, একটি অনন্য পরিচয় তৈরি করে। এই পরিচয়টি কার্ডধারীর ব্যাঙ্কের বিবরণ, ফোন নম্বর, সরকারি স্কিম এবং অন্যান্য আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত।

সরকারি তথ্য অনুসারে, “২০২০ সালের ডিসেম্বরের শেষ নাগাদ, আধার প্রমাণীকরণ লেনদেনের সংখ্যা ৮৮২৯ কোটি অতিক্রম করেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে ৭ কোটি লেনদেন হয়েছে। দৈনন্দিন জীবনে এর ব্যবহার এবং উপযোগিতা ক্রমশ বেড়েই চলেছে”।

আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ারদের জন্য নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।