Homeপ্রযুক্তিফোর-জি পরিষেবা শুরুর আগে নতুন লোগো উন্মোচন BSNL-এর, আনছে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক

ফোর-জি পরিষেবা শুরুর আগে নতুন লোগো উন্মোচন BSNL-এর, আনছে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক

প্রকাশিত

ফোর-জি পরিষেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এছাড়াও, প্রতিষ্ঠানটি স্প্যাম-ফ্রি নেটওয়ার্কসহ বেশ কিছু নতুন পরিষেবা চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে ফিশিং অ্যাটাক এবং ক্ষতিকারক এসএমএস ফিল্টার করবে।

বিএসএনএল নিজেদের এফটিটিএইচ (FTTH, ফাইবার টু দ্য হোম) গ্রাহকদের জন্য জাতীয় ওয়াই-ফাই রোমিং পরিষেবা চালু করেছে, যা হটস্পটগুলোতে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। এর ফলে গ্রাহকদের ডেটা খরচ কমবে।

এ ছাড়াও, ফাইবার-ভিত্তিক ইন্ট্রানেট টিভি পরিষেবার ঘোষণা করেছে বিএসএনএল। যেখানে ৫০০-র বেশি লাইভ চ্যানেল এবং পে-টিভি অপশন পাওয়া যাবে। এই পরিষেবা ব্যবহার করতে এফটিটিএইচ গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ দিতে হবে না, এবং টিভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত ডেটা গ্রাহকের মূল ডেটা প্ল্যানের আওতায় পড়বে না।

এছাড়া, নতুন এটিএম-এর মতো মেশিন থেকে মিলবে BSNL-এর 4G সিম। যেখানে গ্রাহকরা সহজেই সিম কার্ড কেনা, আপগ্রেড অথবা পোর্ট করতে পারবেন। সংস্থা জানিয়েছে, এই ভেন্ডিং মেশিনগুলোকে রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ ব্যস্ত এলাকায় বসানো হবে। এখান থেকে গ্রাহকরা সহজেই সিম কার্ড পেতে পারেন। বিএসএনএল দ্রুত গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই নতুন উদ্যোগ চালু করছে।

সিড্যাক (C-DAC)-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিএসএনএল মাইনিং অপারেশনগুলোর জন্য একটি বেসরকারি ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছে। এই নেটওয়ার্ক মেড-ইন-ইন্ডিয়া প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এটি উচ্চগতির, কম লেটেন্সি সম্পন্ন সংযোগ দেবে। এর মাধ্যমে সুরক্ষা বিশ্লেষণ, স্বয়ংক্রিয় যানবাহনের রিমোট কন্ট্রোল এবং অগমেন্টেড রিয়ালিটি-ভিত্তিক রিমোট রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।

সবশেষে, ভারতের প্রথম ডাইরেক্ট-টু-ডিভাইস (D2D) কানেক্টিভিটি সমাধান চালু করেছে বিএসএনএল। যা স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল মোবাইল নেটওয়ার্ককে সমন্বিত করে। এই প্রযুক্তিটি বিশেষ করে দূরবর্তী অঞ্চলে জরুরি অবস্থায় খুবই কার্যকর হবে, যেখানে ইউপিআই পেমেন্টের মতো পরিষেবাগুলো সরাসরি ডিভাইসের মাধ্যমে করা সম্ভব হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

রান্নাঘরের বর্জ্য থেকে মাত্র ৪৮ ঘণ্টায় জৈব সার বানাবে বেঙ্গালুরুর স্টার্ট-আপ Mankomb-এর এআই যন্ত্র ‘Chewie’। দুর্গন্ধমুক্ত, সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তি।

হাত ফস্কে জলে পড়ে গেছে ফোন, কীভাবে সুরক্ষিত রাখবেন ফোনের ডেটা?

জলে পড়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে কীভাবে স্মার্টফোনকে বাঁচাবেন? জানুন ৫টি কার্যকরী উপায়—ফোন সুইচ অফ করা থেকে শুরু করে চালের কৌটোয় রাখার কৌশল পর্যন্ত।