Home প্রযুক্তি ফোর-জি পরিষেবা শুরুর আগে নতুন লোগো উন্মোচন BSNL-এর, আনছে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক

ফোর-জি পরিষেবা শুরুর আগে নতুন লোগো উন্মোচন BSNL-এর, আনছে স্প্যাম-ফ্রি নেটওয়ার্ক

0

ফোর-জি পরিষেবা চালুর প্রস্তুতির অংশ হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে রাষ্ট্রায়ত্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এছাড়াও, প্রতিষ্ঠানটি স্প্যাম-ফ্রি নেটওয়ার্কসহ বেশ কিছু নতুন পরিষেবা চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে ফিশিং অ্যাটাক এবং ক্ষতিকারক এসএমএস ফিল্টার করবে।

বিএসএনএল নিজেদের এফটিটিএইচ (FTTH, ফাইবার টু দ্য হোম) গ্রাহকদের জন্য জাতীয় ওয়াই-ফাই রোমিং পরিষেবা চালু করেছে, যা হটস্পটগুলোতে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। এর ফলে গ্রাহকদের ডেটা খরচ কমবে।

এ ছাড়াও, ফাইবার-ভিত্তিক ইন্ট্রানেট টিভি পরিষেবার ঘোষণা করেছে বিএসএনএল। যেখানে ৫০০-র বেশি লাইভ চ্যানেল এবং পে-টিভি অপশন পাওয়া যাবে। এই পরিষেবা ব্যবহার করতে এফটিটিএইচ গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ দিতে হবে না, এবং টিভি স্ট্রিমিংয়ের জন্য ব্যবহৃত ডেটা গ্রাহকের মূল ডেটা প্ল্যানের আওতায় পড়বে না।

এছাড়া, নতুন এটিএম-এর মতো মেশিন থেকে মিলবে BSNL-এর 4G সিম। যেখানে গ্রাহকরা সহজেই সিম কার্ড কেনা, আপগ্রেড অথবা পোর্ট করতে পারবেন। সংস্থা জানিয়েছে, এই ভেন্ডিং মেশিনগুলোকে রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ ব্যস্ত এলাকায় বসানো হবে। এখান থেকে গ্রাহকরা সহজেই সিম কার্ড পেতে পারেন। বিএসএনএল দ্রুত গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এই নতুন উদ্যোগ চালু করছে।

সিড্যাক (C-DAC)-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিএসএনএল মাইনিং অপারেশনগুলোর জন্য একটি বেসরকারি ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছে। এই নেটওয়ার্ক মেড-ইন-ইন্ডিয়া প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং এটি উচ্চগতির, কম লেটেন্সি সম্পন্ন সংযোগ দেবে। এর মাধ্যমে সুরক্ষা বিশ্লেষণ, স্বয়ংক্রিয় যানবাহনের রিমোট কন্ট্রোল এবং অগমেন্টেড রিয়ালিটি-ভিত্তিক রিমোট রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।

সবশেষে, ভারতের প্রথম ডাইরেক্ট-টু-ডিভাইস (D2D) কানেক্টিভিটি সমাধান চালু করেছে বিএসএনএল। যা স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল মোবাইল নেটওয়ার্ককে সমন্বিত করে। এই প্রযুক্তিটি বিশেষ করে দূরবর্তী অঞ্চলে জরুরি অবস্থায় খুবই কার্যকর হবে, যেখানে ইউপিআই পেমেন্টের মতো পরিষেবাগুলো সরাসরি ডিভাইসের মাধ্যমে করা সম্ভব হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version