Homeপ্রযুক্তিহোয়াটসঅ্যাপে নীল রঙের সার্কেলের সঠিক ব্যবহারে চ্যাট হবে আরও সহজ

হোয়াটসঅ্যাপে নীল রঙের সার্কেলের সঠিক ব্যবহারে চ্যাট হবে আরও সহজ

প্রকাশিত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের চ্যাটলিস্ট খুললেই এক কোণে এখন দেখা যায় মেটা AI৷ এই কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারে চ্যাট করা আরও সহজ হয়ে যায়৷ মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট, মেটা এআইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর চ্যাটিংকে আরও উন্নত, স্মার্ট এবং আরও দক্ষ করে তুলতে এটি ভারত-সহ বিভিন্ন দেশে চালু করা হয়েছে।

অন্য দিকে, হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে এক জোড়া নতুন ফিচার৷ দু’টি ফিচারই ক্যামেরার মাধ্যমে ব্যবহার করা যাবে৷ নতুন দু’টি ফিচার হল অগমেন্টেড রিয়েলিটি (AR) এবং অন্যটি হল ডকুমেন্ট স্ক্যানিং ফিচার৷ হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে ব্যবহার করা যাবে এই ফিচার৷ পাশাপাশি ডকুমেন্ট স্ক্যানিং ফিচারের সাহায্যে সেটি শেয়ার করা আরও সহজ হবে৷ এই ফিচারগুলি প্রথমে হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণে প্রকাশিত হয়েছিল৷ এবার iOS ব্যবহারকারীরাও এই ফিচারের সুবিধা পাবেন৷ আগেই ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ৷ সেইসঙ্গে ভিডিওতে স্কিন টোন পরিবর্তনের সুবিধা এনেছে।

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের AI Llama 3.2 মডেল ব্যবহার করা হয়। বর্তমানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং সিঙ্গাপুরের মতো দেশে ব্যবহার হয় মেটার এই ভার্সনটি। আগামী দিনে গোটা বিশ্বে এটির ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

ব্যক্তিগত চ্যাটে মেটা এআই-এর সঙ্গে কী ভাবে ব্যবহার করবেন

Android বা iOS ডিভাইসে WhatsApp খুলতে হবে প্রথমে।

এর পর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মেটা AI আইকনটি মেন স্ক্রিনে ‘নতুন চ্যাট’ বোতামের ঠিক ওপরে দেখা যায় এবং iOS ব্যবহারকারীদের জন্য আইকনটি ইনবক্সের মধ্যে স্ক্রিনের ডানদিকে নীচের দিকে থাকে।

এর পর একটি চ্যাট উইন্ডো খুলতে মেটা AI আইকনে ক্লিক করতে হবে। এই চ্যাট উইন্ডো ব্যবহারের জন্য AI এর সঙ্গে কথা বলা যাবে।

এক বার চ্যাটবক্স খোলা হলে, প্রশ্ন টাইপ করতে পারবেন ব্যবহারকারীরা। মেটা এআই সব প্রশ্নের উত্তর দেবে।

একটি ইমেজ জেনারেট করতে, টাইপ করুন ‘imagine’। এর পরে আপনি যে ইমেজটি চান সেটির বর্ণনা দিলেই মেটা সেটি তৈরি করতে পারবে।

কিছুক্ষণের মধ্যে Meta AI ব্যবহারকারীর বর্ণনার উপর ভিত্তি করে একটি ছবি তৈরি করতে পারবে। মেটা AI কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি বা তথ্য দেবে না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।

অফলাইন আধার যাচাইয়ে ইতি! হোটেল–ইভেন্ট অর্গানাইজারের জন্য বাধ্যতামূলক QR ভিত্তিক পরিচয় যাচাই

নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বড় পদক্ষেপ UIDAI-এর। হোটেল ও ইভেন্ট অর্গানাইজারদের আর অফলাইনে আধার সংগ্রহ নয়—এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করে QR স্ক্যানেই যাচাই। আসছে নতুন আধার কার্ড, যেখানে থাকবে শুধু ছবি ও QR কোড। জালিয়াতি রুখতে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।

সাইবার জালিয়াতি আটকাতে কঠোর পদক্ষেপ: হোয়াটসঅ্যাপ–টেলিগ্রাম–সিগন্যাল ব্যবহারে নতুন নিয়ম, ওয়েব ৬ ঘণ্টায় লগআউট

সাইবার প্রতারণা রুখতে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা চালু। হোয়াটসঅ্যাপ ওয়েব ৬ ঘণ্টায় স্বয়ংক্রিয় লগআউট হবে এবং অ্যাপ ব্যবহার করতে লাগবে সক্রিয় সিম। টেলিকম দফতর ২৮ নভেম্বর এই নিয়ম জারি করেছে।