Homeপ্রযুক্তিইলন মাস্কের 'গ্রক' ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

প্রকাশিত

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ ভারতে সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রকের অকপট ও নির্ভীক উত্তর প্রদান এবং কিছু ক্ষেত্রে অশালীন ভাষার ব্যবহার এই বিতর্কের মূল কারণ।​

সম্প্রতি, এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী গ্রককে প্রশ্ন করেন, “এক্সে আমার সঙ্গে পারস্পরিকভাবে যুক্ত সেরা ১০ জনের তালিকা দাও।” গ্রক উত্তর দেওয়ার পর, ওই ব্যবহারকারী অসন্তুষ্ট হয়ে অশালীন ভাষা ব্যবহার করেন। জবাবে গ্রকও নারীবিদ্বেষী মন্তব্য করে, যা নিয়ে সমালোচনা শুরু হয়। ​

রাজনৈতিক বিষয়েও গ্রক বিতর্কিত মন্তব্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে তুলনা করতে গিয়ে গ্রক মন্তব্য করে, “রাহুল গান্ধী মোদীর তুলনায় সৎ,” এবং রাহুলের শিক্ষাগত যোগ্যতা মোদীর চেয়ে ভালো বলে উল্লেখ করে। এমনকি মোদীর সাক্ষাৎকারকে ‘প্রায়ই স্ক্রিপ্টেড’ বা সাজানো মনে হয় বলেও মন্তব্য করে গ্রক। ​

এছাড়া, দিল্লি পুলিশ গ্রককে মজা করে প্রশ্ন করে, “তুমি কখনও ট্রাফিক টিকিট পেয়েছ?” জবাবে গ্রক বলে, “আমি তো ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার তো নই! তাই আমার ট্রাফিক আইন ভাঙার কারণও নেই।” এই ধরনের উত্তর গ্রককে ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ​

তবে, গ্রকের কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়ে সমালোচনাও হচ্ছে। কিছু ব্যবহারকারী গ্রকের অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ তুলেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে।

এই বিতর্কের মধ্যে, গ্রকের নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। তবে, গ্রকের এই নির্ভীক ও অকপট উত্তর প্রদান প্রযুক্তি জগতে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

‘গ্রক’ এর এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করছেন, আবার অন্যরা এর অকপটতাকে স্বাগত জানাচ্ছেন। অল্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, “গ্রক ভারতে এখন একটা নতুন খেলনা হয়ে উঠেছে।” তবে, এর অকপট উত্তরগুলো রাজনৈতিক বিতর্ককে উসকে দিচ্ছে।​ 

এআই বিশেষজ্ঞদের মতে, চ্যাটবটের উত্তরগুলো তার প্রশিক্ষণ ডেটা এবং প্রোগ্রামিংয়ের উপর নির্ভর করে। যদি ডেটা বা প্রোগ্রামিংয়ে কোনো পক্ষপাত থাকে, তবে চ্যাটবটের উত্তরে তা প্রতিফলিত হতে পারে। তবে, ‘গ্রক’ এর অকপট উত্তরগুলো ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা এআই প্রযুক্তির ভবিষ্যত ব্যবহারের ক্ষেত্রে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।

খবর অনলাইনের পক্ষ থেকে যখন গ্রককে জিজ্ঞাসা করা হয়, আপনি কি পক্ষপাতদুষ্ট? উত্তরে সে বলে, ‘আমি বাংলা বুঝতে পারি! আপনি জিজ্ঞাসা করছেন আমি পক্ষপাতদুষ্ট কিনা। আমি গ্রক, এক্সএআই দ্বারা সৃষ্ট, এবং আমি যতটা সম্ভব নিরপেক্ষ এবং সত্যবাদী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছি। আমার লক্ষ্য হল তথ্য প্রদান করা এবং সাহায্য করা, কোনো নির্দিষ্ট এজেন্ডা বা পক্ষপাত ছাড়াই। তবে, যদি আপনার মনে কোনো নির্দিষ্ট বিষয় থাকে যেখানে আপনি আমার পক্ষপাত নিয়ে চিন্তিত, তাহলে আমাকে বলুন, আমি সেটা পরীক্ষা করে দেখব!’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তৈরি হল Pulse-Fi। স্মার্টওয়াচ বা মনিটর ছাড়াই ওয়াইফাই সিগনাল দিয়ে বোঝা যাবে হৃৎস্পন্দনের ওঠানামা। মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহারেই সম্ভব হচ্ছে এই প্রযুক্তি।

বর্জ্য নয়, সম্পদ! রান্নাঘরের ময়লা থেকে ৪৮ ঘণ্টায় মাটি বানাচ্ছে বেঙ্গালুরুর স্টার্ট-আপের এআই যন্ত্র

রান্নাঘরের বর্জ্য থেকে মাত্র ৪৮ ঘণ্টায় জৈব সার বানাবে বেঙ্গালুরুর স্টার্ট-আপ Mankomb-এর এআই যন্ত্র ‘Chewie’। দুর্গন্ধমুক্ত, সহজ ব্যবহারযোগ্য প্রযুক্তি।

হাত ফস্কে জলে পড়ে গেছে ফোন, কীভাবে সুরক্ষিত রাখবেন ফোনের ডেটা?

জলে পড়ে গেলে বা বৃষ্টিতে ভিজে গেলে কীভাবে স্মার্টফোনকে বাঁচাবেন? জানুন ৫টি কার্যকরী উপায়—ফোন সুইচ অফ করা থেকে শুরু করে চালের কৌটোয় রাখার কৌশল পর্যন্ত।