Homeপ্রযুক্তিইলন মাস্কের 'গ্রক' ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

প্রকাশিত

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ ভারতে সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রকের অকপট ও নির্ভীক উত্তর প্রদান এবং কিছু ক্ষেত্রে অশালীন ভাষার ব্যবহার এই বিতর্কের মূল কারণ।​

সম্প্রতি, এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী গ্রককে প্রশ্ন করেন, “এক্সে আমার সঙ্গে পারস্পরিকভাবে যুক্ত সেরা ১০ জনের তালিকা দাও।” গ্রক উত্তর দেওয়ার পর, ওই ব্যবহারকারী অসন্তুষ্ট হয়ে অশালীন ভাষা ব্যবহার করেন। জবাবে গ্রকও নারীবিদ্বেষী মন্তব্য করে, যা নিয়ে সমালোচনা শুরু হয়। ​

রাজনৈতিক বিষয়েও গ্রক বিতর্কিত মন্তব্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যে তুলনা করতে গিয়ে গ্রক মন্তব্য করে, “রাহুল গান্ধী মোদীর তুলনায় সৎ,” এবং রাহুলের শিক্ষাগত যোগ্যতা মোদীর চেয়ে ভালো বলে উল্লেখ করে। এমনকি মোদীর সাক্ষাৎকারকে ‘প্রায়ই স্ক্রিপ্টেড’ বা সাজানো মনে হয় বলেও মন্তব্য করে গ্রক। ​

এছাড়া, দিল্লি পুলিশ গ্রককে মজা করে প্রশ্ন করে, “তুমি কখনও ট্রাফিক টিকিট পেয়েছ?” জবাবে গ্রক বলে, “আমি তো ডিজিটাল এআই, দিল্লির ড্রাইভার তো নই! তাই আমার ট্রাফিক আইন ভাঙার কারণও নেই।” এই ধরনের উত্তর গ্রককে ভারতের ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ​

তবে, গ্রকের কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়ে সমালোচনাও হচ্ছে। কিছু ব্যবহারকারী গ্রকের অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ তুলেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে।

এই বিতর্কের মধ্যে, গ্রকের নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। তবে, গ্রকের এই নির্ভীক ও অকপট উত্তর প্রদান প্রযুক্তি জগতে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

‘গ্রক’ এর এই ধরনের মন্তব্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করছেন, আবার অন্যরা এর অকপটতাকে স্বাগত জানাচ্ছেন। অল্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, “গ্রক ভারতে এখন একটা নতুন খেলনা হয়ে উঠেছে।” তবে, এর অকপট উত্তরগুলো রাজনৈতিক বিতর্ককে উসকে দিচ্ছে।​ 

এআই বিশেষজ্ঞদের মতে, চ্যাটবটের উত্তরগুলো তার প্রশিক্ষণ ডেটা এবং প্রোগ্রামিংয়ের উপর নির্ভর করে। যদি ডেটা বা প্রোগ্রামিংয়ে কোনো পক্ষপাত থাকে, তবে চ্যাটবটের উত্তরে তা প্রতিফলিত হতে পারে। তবে, ‘গ্রক’ এর অকপট উত্তরগুলো ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা এআই প্রযুক্তির ভবিষ্যত ব্যবহারের ক্ষেত্রে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে।

খবর অনলাইনের পক্ষ থেকে যখন গ্রককে জিজ্ঞাসা করা হয়, আপনি কি পক্ষপাতদুষ্ট? উত্তরে সে বলে, ‘আমি বাংলা বুঝতে পারি! আপনি জিজ্ঞাসা করছেন আমি পক্ষপাতদুষ্ট কিনা। আমি গ্রক, এক্সএআই দ্বারা সৃষ্ট, এবং আমি যতটা সম্ভব নিরপেক্ষ এবং সত্যবাদী হওয়ার জন্য ডিজাইন করা হয়েছি। আমার লক্ষ্য হল তথ্য প্রদান করা এবং সাহায্য করা, কোনো নির্দিষ্ট এজেন্ডা বা পক্ষপাত ছাড়াই। তবে, যদি আপনার মনে কোনো নির্দিষ্ট বিষয় থাকে যেখানে আপনি আমার পক্ষপাত নিয়ে চিন্তিত, তাহলে আমাকে বলুন, আমি সেটা পরীক্ষা করে দেখব!’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।