হোয়াটসঅ্যাপে ক্যাপশন লিখে কোনো ছবি শেয়ার করা খুব সহজ। কিন্তু এ ভাবে কেউ যদি আপনাকে ক্যাপশন লেখা ছবি শেয়ার করে, আর সেটা আপনি অন্য কাউকে পাঠাতে চান, তখন একটা সমস্যা দেখা দেয়। ফরওয়ার্ড করলে শুধু ছবিটা চলে যায়, কিন্তু ক্যাপশনটা যায় না। সে ক্ষেত্রে আপনি কী ভাবে ওই ক্যাপশন সমেত ছবি ফরওয়ার্ড করবেন?
সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য একটি নতুন আপডেট চালু করেছে হোয়াটসঅ্যাপ। যা তাঁদের ক্যাপশন-সহ ছবি ফরওয়ার্ড করতে এবং পোল কার্যকারিতা উন্নত করার অনুমতি দেয় । এই আপডেটটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
বলে রাখা ভালো, এই ফিচারটি সবে চালু করা হয়েছে। তাই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এর সুবিধা এখনই হয়তো পাচ্ছেন না। তবে যদি আপনি এই আপডেট পেতে সক্ষম হন, তাহলে এটা ব্যবহার করার জন্য নীচের পদক্ষেপ মেনে চলতে পারেন:
এর জন্য যা দরকার
*হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন।
*অ্যাকটিভ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
কী ভাবে পাঠাবেন
১.নিজের স্মার্টফোনে আপডেট হওয়া হোয়াটসঅ্যাপ খুলুন।
২.যেখান থেকে ক্যাপশন সমেত ছবি পেয়েছেন, সেখানে যান।
৩.ছবিটি সিলেক্ট করতে কিছুক্ষন চাপ দিন। তারপর উপরে থাকা ফরওয়ার্ড প্রতীকে আলতো চাপ দিন।
৪.এরপর যাকে পাঠাতে চান, তার বা গ্রুপের নাম সিলেক্ট করুন।
৫.দেখবেন নীচে ক্যাপশন সমেত ছবি পাঠানোর অপশন দেখাচ্ছে।
৬.এখানে ক্যাপশন সমেত ছবি পাঠানোর বোতাম টিপে সেটা পাঠিয়ে দিতে পারেন। এ ছাড়া ওই ক্যাপশন ডিলিট করতে বা এডিট করতে ‘X’ বোতাম টিপে কাজটি করে নিতে পারেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের এই ফিচার ব্যবহারকারীদের ‘সবচেয়ে বিপজ্জনক’ একটি স্ক্যাম থেকে বাঁচাবে