Homeপ্রযুক্তিদৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

প্রকাশিত

দৃষ্টিহীনদের চোখে ফের আলো আনতে নতুন আশার আলো জ্বালাল আইআইটি ধানবাদের গবেষকরা। স্মার্টগ্লাসের জন্য বিশেষভাবে তৈরি হলো দেশীয় চিপ APEC 1। ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীব কুমার রঞ্জনের নেতৃত্বে এই সাফল্য এসেছে।

এই চিপ সম্পূর্ণভাবে ভারতে তৈরি, যা প্রযুক্তি ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি। এর আগে ধানবাদের গবেষকরা চিপ ডিজাইন করেছিলেন, তবে সেটির নির্মাণ হয়েছিল বিদেশে। কিন্তু এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে তৈরি হলো APEC 1 ইন্টিগ্রেটেড সার্কিট।

কীভাবে সাহায্য করবে এই চিপ

গবেষকদের দাবি, দৃষ্টিহীনদের জন্য তৈরি স্মার্টগ্লাসে ব্যবহার করা যাবে এই চিপ। এর ফলে চোখের দৃষ্টি না থাকলেও আশপাশের পরিবেশ সম্পর্কে সহজে ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ডেটা স্টোরেজ, লো পাওয়ার ও হাই ফ্রিকোয়েন্সি গ্যাজেটের ক্ষেত্রেও APEC 1 কার্যকরী হবে।

প্রকল্পের সূচনা ও অনুদান

২০২৩ সালে শুরু হয়েছিল চিপ তৈরির কাজ। কেন্দ্রীয় ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই গবেষণার জন্য দিয়েছে ১.১২ কোটি টাকা অনুদান।

অধ্যাপক রাজীব কুমার রঞ্জন জানান, “এই চিপ দৃষ্টিহীনদের জীবনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দেবে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে ভারতের সক্ষমতা তুলে ধরবে।”

বিশেষজ্ঞদের মতে, সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে এই সাফল্য শুধু আত্মনির্ভরতার দিকেই নয়, বরং মানবকল্যাণে প্রযুক্তির ব্যবহার কতটা ফলপ্রসূ হতে পারে তারও উদাহরণ।

আরও পড়ুন: ওয়াইফাই রাউটারেই মিলবে হার্টবিট মনিটরিং! ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নয়া প্রযুক্তি Pulse-Fi

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।