Homeপ্রযুক্তিশ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

শ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

প্রকাশিত

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো জানুয়ারিতে তাদের ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে। ইসরোর চেয়ারম্যান এবং স্পেস বিভাগের সচিব শ্রীধর পণিক্কর সোমনাথ  একথা জানিয়েছেন।

সোমবার সফলভাবে পিএসএলভি-C60 মিশনের মাধ্যমে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (SpaDeX) স্পেসক্রাফ্ট A এবং B কে সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ ছিল। এ সম্পর্কে সোমনাথ বলেন, “সকলেই SpaDeX রকেটের চমৎকার উৎক্ষেপণ দেখেছেন। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ। আগামী বছর জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি আরও জানান, ২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট NVS-02 উৎক্ষেপণ করা হবে। এর আগে ২০২৩ সালের মে মাসে জিএসএলভি-F12/NVS-01 রকেট সফলভাবে দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট NVS-01 উৎক্ষেপণ করেছিল।

পিএসএলভি-C60 মিশন সম্পর্কিত বক্তৃতায় সোমনাথ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে SpaDeX নিয়ে আরও গবেষণা হবে। তিনি বলেন, “ভারতের মহাকাশ খাতে সংস্কার এবং সম্প্রসারণের অংশ হিসেবে SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও জটিল ডকিং সিস্টেম মিশনের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, সোমবারের উৎক্ষেপণটি নির্ধারিত সময় ৯:৫৮ এর পরিবর্তে ১০ টায় করা হয়। এ প্রসঙ্গে সোমনাথ জানান, কক্ষপথে কোনও স্যাটেলাইটের কাছাকাছি অবস্থানের সম্ভাবনা থাকলে উৎক্ষেপণের সময় পরিবর্তন করা হয়। ইসরো বিজ্ঞানীরা যথাযথ ভাবে সঠিক সময়ে উৎক্ষেপণ নিশ্চিত করেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

চোখের নিমেষে রেঁধে ফেলবে শতাধিক পদ! হাজির এআই রোবট রাঁধুনি ‘নালা শেফ’

দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়ায় উন্মোচিত হল ‘নালা শেফ’— এক সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই রোবট শেফ। নালা রোবোটিকস সংস্থার তৈরি এই মাল্টিকুইজিন রোবট মুহূর্তে শতাধিক পদ রেঁধে দিতে পারে, স্বাদও থাকে একদম নিখুঁত।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

ফেসবুক চালু করল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কনটেন্ট ক্রিয়েটর ও ফলোয়ারদের আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে এই ফিচারগুলি।