Home প্রযুক্তি জিওভারত দীপাবলি ধামাকা: মাত্র ৬৯৯ টাকায় ফোর-জি ফোন, মাসে মাত্র ১২৩ টাকায়...

জিওভারত দীপাবলি ধামাকা: মাত্র ৬৯৯ টাকায় ফোর-জি ফোন, মাসে মাত্র ১২৩ টাকায় ৪৫৫+ চ্যানেল, আনলিমিটেড কল…

0
জিওভারত দীপাবলি ধামাকা
জিওভারত দীপাবলি ধামাকা

এই উৎসব মরশুমে ভারতের টু-জি ব্যবহারকারীদের জীবনে নতুন আলোর ছোঁয়া দিতে জিও নিয়ে এসেছে ‘জিওভারত দীপাবলি ধামাকা’। বিশেষ এই অফারের মাধ্যমে, বর্তমানে ৯৯৯ টাকায় বিক্রি হওয়া জিওভারত ফোর-জি ফোন সীমিত সময়ের জন্য মাত্র ৬৯৯ টাকায় পাওয়া যাবে। দীপাবলির এই বিশেষ উপহারটি সকলকে নিজের প্রিয়জনদের সঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে সংযুক্ত থাকার সুযোগ করে দেবে বলে আশাবাদী সংস্থা।

জিওভারত ফোন ব্যবহারকারীরা মাসে মাত্র ১২৩ টাকার প্ল্যানে যা রয়েছে

  • আনলিমিটেড ভয়েস কল
  • ১৪ জিবি ডেটা প্রতি মাসে
  • ৪৫৫-এরও বেশি লাইভ টিভি চ্যানেল
  • মুভি প্রিমিয়ার এবং সাম্প্রতিক মুভি
  • ভিডিও শো
  • লাইভ স্পোর্টস এবং হাইলাইটস জিও সিনেমায়
  • ডিজিটাল পেমেন্ট সুবিধা (এমনকি কিউআর কোড স্ক্যান সহ)
  • পেমেন্ট সাউন্ড অ্যালার্ট জিওপে-তে
  • গ্রুপ চ্যাট, ভিডিও, ফটো শেয়ারিং এবং জিওচ্যাটে বার্তা আদান-প্রদানসহ আরও অনেক কিছু।

অন্য অপারেটরের সবচেয়ে কম দামের ফিচার ফোন প্ল্যান (মাসে ১৯৯ টাকা) তুলনায়, জিওভারতের এই প্ল্যান প্রায় ৪০ শতাংশ সস্তা, যা প্রতি মাসে ৭৬ টাকা সাশ্রয়ের সুযোগ দিচ্ছে। এর ফলে ৯ মাসে ফোনের পুরো মূল্য সাশ্রয় করা যায় এবং কার্যত ফোনটি ফ্রি হয়ে যায়! অর্থাৎ, গ্রাহক যত বেশি ব্যবহার করবেন, ততই সাশ্রয় হবে।

এই ফোন বর্তমানে পাওয়া যাচ্ছে অনুমোদিত দোকান, জিওমার্ট বা অ্যামাজনে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version