স্যামসাং তার নতুন ট্রাই-ফোল্ড স্মার্টফোন এনে এবার প্রযুক্তির দুনিয়ায় বিরাট ঝড় তুলতে চলেছে। নয়া এই ট্রাই-ফোল্ড স্মার্টফোন একেবারে নতুন ডিজাইনের হবে। Samsung প্রথমবার একটি Triple-Fold ফোন আনছে। স্মার্টফোন Z-আকৃতির হবে। তিনবার ভাঁজ হবে এবং খুললে একটি সম্পূর্ণ ট্যাবলেটের মতো হয়ে যাবে। স্যামসাং যদিও আনুষ্ঠানিকভাবে লঞ্চের দিন ঘোষণা করেনি, তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই Tri-Fold ফোনটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বাজারে আসতে পারে।
নতুন Samsung Tri-Fold ফোনে দুটি জায়গা থেকে ভাঁজ করা যাবে, অর্থাৎ তিনটি ভাগে বিভক্ত হবে।
Z-আকৃতি ফোল্ডিং থাকবে। খুললে পুরোপুরি একটি বড় স্ক্রিন বিশিষ্ট ট্যাবলেটে পরিণত হবে। ফোন হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার প্রয়োজনে বড় স্ক্রিনে ট্যাবলেট মোডেও কাজ করা যাবে।
প্রথমবারের জন্য এই ধরনের প্রিমিয়াম প্রযুক্তি আসতে চলেছে বাজারে। ফলে এর দাম হতে পারে আড়াই লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে।