Home প্রযুক্তি সাইবার জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন চণ্ডীগড়ের মহিলা, নিজেকে কী ভাবে বাঁচাবেন?...

সাইবার জালিয়াতিতে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন চণ্ডীগড়ের মহিলা, নিজেকে কী ভাবে বাঁচাবেন?  

0

মৌ বসু

নানান রকম ফন্দিফিকির করে অনলাইনে আর্থিক জালিয়াতি করে চলেছে সাইবার অপরাধীরা। প্রত্যেকদিনই কেউ না কেউ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। যেমন, চণ্ডীগড়ের এক মহিলা আধার কার্ড ও সিম কার্ডের সংযোগ করাতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার হন। তিনি ৮০ লাখ টাকা হারিয়েছেন। সাইবার জালিয়াতরা তাঁকে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সেজে ভয় দেখায় ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ।কী ভাবে সাইবার জালিয়াতির শিকার চণ্ডীগড়ের মহিলা

চণ্ডীগড়ের সেক্টর ১১-এর বাসিন্দা ওই মহিলার কাছে একদিন সাইবার জালিয়াতদের ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি চন্ডীগড়ের মহিলার কাছে নিজেকে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক বলে পরিচয় দেয়। প্রতারক ব্যক্তি চণ্ডীগড়ের মহিলাকে হুমকি দেয় যে তাঁর আধার কার্ড ব্যবহার করে সিম কার্ড তোলা হয়েছে যা আর্থিক তছরুপে ব্যবহার করা হচ্ছে। ওই মহিলার নামে ২৪টি এমন আর্থিক তছরুপের মামলা হয়েছে আর ওই মহিলাকে গ্রেফতার করা হবে বলেও হুমকিও দেয় প্রতারক ব্যক্তি। ভয় পেয়ে যান চণ্ডীগড়ের ছাপোষা মহিলা। আইনি ঝামেলায় জড়াতে চাননি তিনি। তাই প্রতারকের কথামতো নির্দেশ মেনে চলেন। সাইবার জালিয়াত তাঁকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ লাখ টাকা জমা করার নির্দেশ দেন। মহিলা নির্দোষ হলে অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায়। সরল বিশ্বাসে চণ্ডীগড়ের মহিলা ৮০ লাখ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন। এর পর তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। তবে ততক্ষণে টাকাও যেমন তিনি হারিয়েছেন তেমনই ভাগলবা সাইবার জালিয়াতও। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তদন্ত শুরু করেছে পুলিশ।

সাইবার জালিয়াতি ঠেকাতে কী করবেন

১) কোনো ফোন এলে যিনি ফোন করছেন তাঁর পরিচয় যাচাই করুন। আসল সরকারি আধিকারিকরা কখনোই ব্যক্তিগত তথ্য চাইবেন না। টাকাও চাইবেন না।

২) প্রশাসনিক আধিকারিকের পরিচয় দিলে সেই দফতরের ভেরিফায়েড ফোন নম্বরে ফোন করে ক্রস চেক করুন।

৩) আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর, ব্যাঙ্কের তথ্য, ওটিপি নম্বরের মতো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য অচেনা অজানা কাউকে দেবেন না।  

৪) পুলিশ নিয়ম মেনে গ্রেফতার করে। ফোন করে গ্রেফতারের হুমকি দেয় না।

৫) সন্দেহজনক ফোন কল এলে রেকর্ডিং রেখে দেবেন। তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেবেন না। পরিজনদের সঙ্গে শলাপরামর্শ করে সিদ্ধান্ত নিন।

৬) সন্দেহজনক ফোন কল এলে পুলিশ ও ফোনের সার্ভিস প্রোভাইডারকে জানান।

আরও পড়ুন

আপডেটের পর হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না বিশেষ কিছু মডেলের স্মার্টফোনে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version