জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন কমবেশি সবারই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ভারতে হোয়াটসঅ্যাপের বৃহত্তম ইউজারবেস রয়েছে। হোয়াটসঅ্যাপে এত বেশি কনট্যাক্টের মধ্যে থেকে কয়েক জনের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করা কঠিন হয়ে দাঁড়ায়। গ্রাহকদের সমস্যা দূর করতে Custom Chat Lists ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নয়া ফিচারের মাধ্যমে পৃথক তালিকা তৈরি করা সম্ভব।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নতুন ফিচার ব্যবহার করলে ফিল্টার বারে প্লাস ‘+’ বাটনে ট্যাপ করে একটি বিশেষ তালিকা তৈরি করে বিশেষ ব্যক্তিদের চ্যাটের তালিকা আলাদা করে রাখার সুবিধা পাবেন। খুব সহজে চ্যাটের তালিকায় পরিবর্তন আনা সম্ভব হবে। এর জন্য এটিতে কিছু সময় ট্যাপ করতে হবে। গ্রুপ এবং স্বতন্ত্র চ্যাটগুলি এই তালিকায় যোগ করা যাবে।
নয়া ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট থেকে নিজস্ব চ্যাট লিস্ট তৈরি করা যাবে। কনট্যাক্ট লিস্ট থেকে ভিন্ন তালিকা তৈরি করা সম্ভব। চ্যাট এ ভাবে ফিল্টার করা সহজ হবে এবং কোন কন্ট্যাক্টস আপনার স্ট্যাটাস পোস্ট দেখতে পাবে, তা আপনি নিজেই ঠিক করতে পারবেন। হোয়াটসঅ্যাপে এর মধ্যেই পছন্দের কন্টাক্টসের অপশন যোগ হয়েছে।
হোয়াটসঅ্যাপে তালিকা তৈরি করার পর সার্চ বাটনে ট্যাপ করার পর ফিল্টার বারে সেই তালিকা দেখানো হবে।
কী ভাবে হোয়াটসঅ্যাপে এই নয়া ফিচার ব্যবহার করবেন
(১) প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে খুলুন। এখানে চ্যাট লিস্টের ওপরের দিকে ফিল্টার লিস্টে ‘+’ আইকন দেখা যাবে। এটি ট্যাপ করুন।
(২) এখন আপনি একটি তালিকা তৈরি করতে এবং এটির জন্য একটি নাম লিখতে পারবেন।
(৩) এটি করার পরে, যাদের নাম তালিকায় যোগ করতে চান তা বেছে নিন।
(৪) স্ক্রিনের ডান দিকে থাকা অ্যাড অপশনে ট্যাপ করার পরে, আপনি তালিকাটি দেখতে পাবেন।
(৫) যে কোনও তালিকায় দীর্ঘক্ষণ ট্যাপ করার পরে, এটি এডিট করা বা মুছে ফেলা সম্ভব।