Homeপ্রযুক্তিফেসবুক–ইনস্টাগ্রামের ইউজারনেম এখন হোয়াটসঅ্যাপেও! সঙ্গে স্টিকার সাজেশন—মেটার দুই নতুন ফিচার আলোচনায়

ফেসবুক–ইনস্টাগ্রামের ইউজারনেম এখন হোয়াটসঅ্যাপেও! সঙ্গে স্টিকার সাজেশন—মেটার দুই নতুন ফিচার আলোচনায়

প্রকাশিত

হোয়াটসঅ্যাপের মতোই মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপে চ্যাটিংকে উন্নত করতে মেটা কর্তৃপক্ষ নিত্যনতুন ফিচার চালু করে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ইউজারনেমই যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন, তা নিয়ে ভাবনা চিন্তা করছে মেটা কর্তৃপক্ষ।

WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এই নয়া ফিচার চালু করতে পরীক্ষা করছে মেটা কর্তৃপক্ষ। টেস্টিং ভার্সনে নয়া ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায় রয়েছে।

ইউজারনেম ফিচার চালু হলে অপশন দেখা যাবে হোয়াটসঅ্যাপের সেটিংসের প্রোফাইল সেকশনে। তখন নিজের পছন্দসই ইউজারনেম বেছে নেওয়া যাবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টার ভেরিফাই করবে। যাচাই করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে বেছে নেওয়া ইউজারনেম লিঙ্ক হয়ে যাবে।

এদিকে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, সহজ এবং মজাদার করতে দারুণ একটি নতুন ফিচার টেস্ট করছে মেটা কর্তৃপক্ষ। নতুন এই ফিচারটি মেসেজ টাইপ করার সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে সেই টেক্সট বা ইমোজির সঙ্গে মিলিয়ে স্টিকারের সাজেশন দেখাবে।

WABetaInfo এই ফিচারটিকে Android-এর হোয়াটসঅ্যাপ বেটা 2.25.34.11 ভার্সনে স্পট করেছে এবং একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে এই ফিচার কীভাবে কাজ করবে তার গোটা প্রক্রিয়া স্পষ্ট দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কোনো ইমোজি টাইপ করলেই সঙ্গে সঙ্গে সেই ইমোজির সঙ্গে মানানসই স্টিকার সাজেস্ট হয়ে যাবে। এতে স্টিকার বোর্ড পুরো খুলতে হবে না, ফলে চ্যাটিং স্পিড অনেকটাই বাড়বে। শুধু সাজেশনে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ স্টিকারটি অটো সেন্ট করে দেবে, যা দ্রুত রিপ্লাই দিতে বিশেষভাবে কাজে আসবে। এই সাজেশন সিস্টেমে শুধু স্ট্যাটিক এবং অ্যানিমেটেড স্টিকারই দেখানো হবে।

আরও পড়ুন: PhonePe-তে মিলছে ChatGPT পরিষেবা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল চালু করছে ট্রু কলার, বাংলাসহ ১২ ভাষায় ট্রান্সক্রিপশন সুবিধা

ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভয়েজ মেল ফিচার চালু করছে ট্রু কলার। বাংলাসহ ১২টি ভারতীয় ভাষায় ভয়েজ মেল ট্রান্সক্রিপশন, স্প্যাম কল রুখতে এআই কল স্ক্যানার ও ফ্যামিলি প্রোটেকশন ফিচার আসছে।