হোয়াটসঅ্যাপের মতোই মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপে চ্যাটিংকে উন্নত করতে মেটা কর্তৃপক্ষ নিত্যনতুন ফিচার চালু করে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ইউজারনেমই যাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন, তা নিয়ে ভাবনা চিন্তা করছে মেটা কর্তৃপক্ষ।
WABetaInfo র রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এই নয়া ফিচার চালু করতে পরীক্ষা করছে মেটা কর্তৃপক্ষ। টেস্টিং ভার্সনে নয়া ফিচার আপাতত পরীক্ষামূলক পর্যায় রয়েছে।
ইউজারনেম ফিচার চালু হলে অপশন দেখা যাবে হোয়াটসঅ্যাপের সেটিংসের প্রোফাইল সেকশনে। তখন নিজের পছন্দসই ইউজারনেম বেছে নেওয়া যাবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে চাইলে মেটা অ্যাকাউন্ট সেন্টার ভেরিফাই করবে। যাচাই করা হয়ে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে বেছে নেওয়া ইউজারনেম লিঙ্ক হয়ে যাবে।
এদিকে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, সহজ এবং মজাদার করতে দারুণ একটি নতুন ফিচার টেস্ট করছে মেটা কর্তৃপক্ষ। নতুন এই ফিচারটি মেসেজ টাইপ করার সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে সেই টেক্সট বা ইমোজির সঙ্গে মিলিয়ে স্টিকারের সাজেশন দেখাবে।
WABetaInfo এই ফিচারটিকে Android-এর হোয়াটসঅ্যাপ বেটা 2.25.34.11 ভার্সনে স্পট করেছে এবং একটি স্ক্রিনশটও শেয়ার করেছে, যেখানে এই ফিচার কীভাবে কাজ করবে তার গোটা প্রক্রিয়া স্পষ্ট দেখা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কোনো ইমোজি টাইপ করলেই সঙ্গে সঙ্গে সেই ইমোজির সঙ্গে মানানসই স্টিকার সাজেস্ট হয়ে যাবে। এতে স্টিকার বোর্ড পুরো খুলতে হবে না, ফলে চ্যাটিং স্পিড অনেকটাই বাড়বে। শুধু সাজেশনে ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ স্টিকারটি অটো সেন্ট করে দেবে, যা দ্রুত রিপ্লাই দিতে বিশেষভাবে কাজে আসবে। এই সাজেশন সিস্টেমে শুধু স্ট্যাটিক এবং অ্যানিমেটেড স্টিকারই দেখানো হবে।
আরও পড়ুন: PhonePe-তে মিলছে ChatGPT পরিষেবা


