Homeভ্রমণভ্রমণের খবরসোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে...

সোমবার থেকে বন্ধ জঙ্গলে পর্যটন, নজরদারিতে ড্রোন-বোট! বর্ষায় চোরাশিকার ও পাচার রুখতে কড়া প্রস্তুতি বনদপ্তরের

প্রকাশিত

প্রজননের সময় যাতে বন্যপ্রাণীদের বিরক্ত না করা হয়, সেই কারণে সোমবার থেকে তিনমাসের জন্য বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের জঙ্গল পর্যটন। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারি। তবে জঙ্গলের বাইরের ইকো কটেজে থাকতে পারবেন পর্যটকরা।

এই তিনমাসে বন্যপ্রাণীদের সুরক্ষা দিতে জোরদার ব্যবস্থা নিচ্ছে বনদপ্তর। চোরাশিকার এবং কাঠ পাচারের মোকাবিলায় জঙ্গল নজরদারিতে লাগানো হচ্ছে ড্রোন ও বোট। পাশাপাশি মনসুন ক্যাম্প থেকে টহল দেবে বনকর্মীরা।

জলদাপাড়া, গোরুমারা, মহানন্দা এবং বক্সা জঙ্গলে চালু হচ্ছে ড্রোন নজরদারি। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি জানিয়েছেন, নদী ও ঝোরার দাপটে যাতে বন্যপ্রাণীরা ভেসে না যায়, সেজন্য তৈরি রাখা হচ্ছে বোট। জলদাপাড়ায় রাখা হয়েছে তিনটি বোট এবং গঠন করা হয়েছে বিশেষ উদ্ধারকারী টিম। মনসুন ক্যাম্প থেকেও পরিচালিত হবে টহল।

জানা গেছে, জলদাপাড়ায় ৩৩১টি একশৃঙ্গ গন্ডার, গোরুমারায় ৬১টি গন্ডার এবং বহু হাতির বসবাস। বর্ষাকালে পাহাড়ি ঝোরার স্রোতে বাচ্চা প্রাণীদের ভেসে যাওয়ার আশঙ্কা থাকে। অতীতে একাধিকবার হরিণ, গন্ডার ও হাতির শাবক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এবার বর্ষার আগেই বাড়তি প্রস্তুতি নিচ্ছে বনদপ্তর।

অন্যদিকে, দুর্গাপুজোর আগেই ধূপঝোরায় এলিফ্যান্ট ট্যুরিজম হাব তৈরির কাজ শেষ করার তোড়জোড় শুরু হয়েছে। গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, ছ’টি কটেজ ইতিমধ্যেই সংস্কার করে সৌর আলোক ব্যবস্থায় সাজিয়ে তোলা হয়েছে। পর্যটকদের জন্য সেলফি জোন, হাতির স্নান দেখার সুযোগের মতো আকর্ষণও থাকছে সেখানে।

উল্লেখ্য, প্রতিবছর বর্ষার তিনমাস এই নিষেধাজ্ঞা জারি থাকে বন্যপ্রাণীর সুরক্ষায়। জঙ্গল বন্ধ থাকলেও পর্যটনের স্বার্থে বনদপ্তরের ইকো কটেজগুলি খোলা থাকবে, জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।