Homeভ্রমণভ্রমণের খবরচলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

চলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

প্রকাশিত

চলতি মাসেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা ইলাহাবাদে বসতে চলেছে মহাকুম্ভ মেলার মতো রাজসূয় যজ্ঞের আসর। ২০১৯-এ অর্ধকুম্ভের পরে এই ২০২৫-এ বসছে পূর্ণকুম্ভ মেলা, যোগী আদিত্যনাথের সরকার যাকে বলছে মহাকুম্ভ। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে বসে পূর্ণকুম্ভর আসর।

এ বছর কুম্ভমেলায় প্রয়াগরাজে গেলে আপনি বিলাসবহুল টেন্টে থাকতে পারবেন। আইআরসিটিসি বিশেষ টেন্ট সিটি তৈরি করেছে। পাঁচতারা হোটেলের অত্যাধুনিক নানান সুযোগসুবিধা থাকবে ওই অস্থায়ী টেন্ট সিটিতে। পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত নির্দিষ্ট লাক্সারি তাঁবুও থাকবে।

প্রয়াগরাজের নইনিতে সেক্টর ২৫-এ আরায়েল রোডে তৈরি হয়েছে অস্থায়ী টেন্ট সিটি। ত্রিবেণি সঙ্গম থেকে ৫ কিমি দূরে রয়েছে এই টেন্ট সিটি। এখানে যাঁরা থাকবেন তাঁদের ঘাটে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা থাকবে।

টেন্ট সিটিতে সুপার ডিলাক্স টেন্ট হাউজ আর ভিলা টেন্ট হাউজ থাকবে। ঠান্ডার মধ্যে ২৪ ঘণ্টা গরম জলের ব্যবস্থা থাকবে। ঘর গরম করতে রুম ব্লোয়ার থাকবে। তাঁবুতে বিছানার চাদর, বালিশ, তোয়ালে, অত্যাধুনিক শৌচাগার থাকবে। খাবারও ধরা রয়েছে তাঁবুর ভাড়ার মধ্যে। টিভি দেখার ব্যবস্থা থাকবে। সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। সুপার ডিলাক্স টেন্টের ভাড়া দৈনিক ১৮ হাজার টাকা। ভিলার ভাড়া ২০ হাজার টাকা। আইআরসিটিসির ওয়েবসাইট www.irctctourism.com/mahakumbhgram মারফত বুক করা যাবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।