Homeভ্রমণভ্রমণের খবরদিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, পর্যটনে নতুন দিগন্ত কি খুলবে? ৫৬ ভোগে দেবতার...

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, পর্যটনে নতুন দিগন্ত কি খুলবে? ৫৬ ভোগে দেবতার আরাধনা

প্রকাশিত

দিঘা: অবশেষে বহুল প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন হল দিঘায়। মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হওয়া এই নতুন তীর্থস্থানে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু অনুকরণে নির্মিত হয়েছে, আর এই মন্দিরকে ঘিরেই পর্যটনের নতুন দিগন্ত খুলতে চলেছে দিঘায়, এমনই আশা হোটেল মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের।

হোটেল কর্মী নন্দন মাইতির কথায়, “বৃহস্পতিবার থেকেই দিঘায় পর্যটকদের ভিড় বাড়বে বলে আমরা আশা করছি। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে চাইছেন।” পর্যটন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই মন্দিরকে রাজ্যের ধর্মীয় পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করা হবে। বিদেশি পর্যটকদের জন্যও একে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি রথযাত্রাকেও পর্যটন উৎসবে রূপ দিতে চাইছে রাজ্য সরকার।

বর্তমানে দিঘায় ভ্রমণে আসা পর্যটকরাও এই নতুন মন্দির ঘিরে উচ্ছ্বসিত। হুগলির রিষড়া থেকে আসা ব্যবসায়ী পলাশ মিত্র বলেন, “পুরী যাওয়া সবসময় সহজ হয় না, ট্রেনের টিকিট পাওয়া যায় না। কিন্তু দিঘায় রাস্তায় করেই সহজে আসা যায়। তাই এখানেই জগন্নাথদেবের দর্শন পেয়ে আনন্দে ভরে উঠেছে মন।”

উল্লেখ্য, দেশের আরও কিছু শহর—হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, অসমেও পুরী মন্দিরের অনুকরণে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির। দিঘার নতুন মন্দিরে পুরী থেকে এসেছেন প্রধান পুরোহিত রাজেশ দৈতাপতি, যিনি উদ্বোধনের দিন দেবতার মহাস্নান ও প্রথাগত আচার সম্পন্ন করেন।

নবদ্বীপ থেকে আসা ভক্ত তপন দাস বলেন, “গত দু’দিন ধরে রাস্তায় অপেক্ষা করছি এক ঝলক জগন্নাথদেবকে দেখার জন্য। আমাদের গ্রাম থেকে আরও অনেকে আসবেন।”

একইসঙ্গে, স্থানীয় ই-রিকশাচালক টুটু দাস জানান, “গত দুইদিন ধরে পুলিশের কিছু বিধিনিষেধ থাকলেও যাত্রী সংখ্যা বেড়েছে। পাশের জেলা থেকেও বহু মানুষ মন্দির দেখতে আসছেন।”

rath
জগন্নাথের রথ।ছবি: রাজীব বসু

মন্দির উদ্বোধনের দিন দেবতাকে নিবেদন করা হয় ৫৬ ভোগ। কী কী ছিল সেই ভোগে?

৫৬ ভোগের কিছু উপকরণ একনজরে:
ঘি ভাত, দুধভাত, দই, পান্তা ভাত, নারকেলের দুধে ভাত, শুকনো খিচুড়ি, করলা ভাজা, শাক ভাজা, লাবড়া, বেসর, নিমকি, আদার চাটনি, নারকেল নাড়ু, সুজি, বোঁদে, পুলি পিঠে, পদ্ম পিঠে, রাইস কেক, বড় কেক, মেন্ধা মুন্ডিয়া, মনোহর মিষ্টি, মিষ্টি লুচি, খাস্তা পুরি, কানজি, দলমা, মুড়ি, মিষ্টি, খোয়া ক্ষীর, কেক ইত্যাদি।

পর্যটনের অন্যতম কেন্দ্র দিঘা এবার তীর্থযাত্রারও নতুন ঠিকানা হয়ে উঠছে, এমনটাই মত পর্যবেক্ষকদের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।