Homeভ্রমণভ্রমণের খবরগণ্ডার থেকে বাঘ — পর্যটনে নতুন দিগন্ত কাজিরাঙায়, আন্তর্জাতিক বাঘ দিবসে বাঘ...

গণ্ডার থেকে বাঘ — পর্যটনে নতুন দিগন্ত কাজিরাঙায়, আন্তর্জাতিক বাঘ দিবসে বাঘ সংরক্ষণে গতি

প্রকাশিত

অরূপ চক্রবর্তী

গণ্ডার পর্যটনের গৌরবের সঙ্গে এখন যুক্ত হচ্ছে বাঘ পর্যটনের নতুন অধ্যায়। আন্তর্জাতিক বাঘ দিবসে উদযাপিত হল কাজিরাঙা জাতীয় উদ্যানের এই ইতিবাচক রূপান্তর।

আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান এতদিন একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত হলেও এখন সেখানে পর্যটনের মূল আকর্ষণ হয়ে উঠছে বাঘ। উত্তর-পূর্ব ভারতের এই বিশ্ববিখ্যাত জৈববৈচিত্র্যময় উদ্যানটি ‘বিগ ফাইভ’—গণ্ডার, হাতি, বাঘ, মোষ ও হরিণ—এর জন্য অনন্য, তবে বাঘ পর্যটনের উত্থান তাকে এক নতুন মাত্রা দিয়েছে।

উদ্যান ও বাঘ সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্র পরিচালক ড. সোনালি ঘোষ জানিয়েছেন, “কাজিরাঙায় বর্তমানে ১০৪টি বাঘ রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়বে বলেই প্রত্যাশা।” তিনি জানান, জাতীয় পর্যায়ে নতুন বাঘ গণনার কাজ শুরু হচ্ছে এবং ২০২৭ সালে প্রকাশ পাবে ফলাফল।

কাজিরাঙার বিপুল বনভূমি ও খাদ্য সংস্থান বাঘদের বসবাসের জন্য আদর্শ বলে মনে করেন গবেষকরা। শূকর, চিতল, বন্য মোষ ও সাম্বর হরিণের মতো প্রজাতির আধিক্য বাঘের টিকে থাকার পক্ষে সহায়ক।

উত্তর-পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ট্যুর গাইড বিতোপন কলঙে জানান, “কাজিরাঙায় বাঘ পর্যটনের পরিবেশ ধীরে ধীরে গড়ে উঠছে। একসময় কেবল গণ্ডারের জন্য পর্যটকরা আসতেন, এখন বাঘ দর্শনের জন্যও অনেকে ভিড় করছেন।”

স্থানীয় পর্যটন উদ্যোগের সঙ্গে যুক্ত বিতোপন গগৈ জানান, “বাঘের উপস্থিতি কাজিরাঙার পর্যটনকে এক অন্য রূপ দিয়েছে। শচীন টেন্ডুলকারের সোনালী বাঘ দেখার খবর ভাইরাল হওয়ার পর উৎসাহ আরও বেড়েছে।”

২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ২৯ জুলাইকে আন্তর্জাতিক বাঘ দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিবস উপলক্ষে বাঘ সংরক্ষণের গুরুত্বকে আরও একবার সামনে আনলো কাজিরাঙা, যেখানে গণ্ডারের পাশাপাশি বাঘও হয়ে উঠছে পর্যটনের নতুন তারকা।

আরও পড়ুন: দেশে তৃতীয় সর্বাধিক বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে! ২০২৩–২৪-এ রেকর্ড ৩২ লক্ষ আগমন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।